লালমনিরহাট সংবাদদাতা।। লালমনিরহাটের আদিতমারীতে পাথর বোঝাই ট্রাকের নুরনবী নামের এক কলেজ ছাত্র নিহত হয়েছেন। নিহত নুরনবী উপজেলার পলাশী ইউনিয়নের মদনপুর গ্রামের ইছার আলীর ছেলে। সে দুহুলী টেকনিক্যাল কলেজের প্রথম বর্ষের ছাত্র।
রবিবার সকালে লালমনিরহাট- বুড়িমারী মহাসড়কে নামুড়ি বাজার নামক স্থানে এ দুর্ঘটনা ঘটেছে।
পুলিশ ও স্থানীয়রা জানান, বুড়িমারী থেকে ছেড়ে আসা পাথর বোঝাই একটি ট্রাক লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কের নামুড়ী নামক স্থানে কলেজ ছাত্রকে চাপা দেয়। পরে আহত অবস্থায় এলাকাবাসী তাকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
আরও দেখুনঃ ঠাকুরগাঁওয়ে হাসকিং মিলের বয়লার বিস্ফোরণে শ্রমিকের মৃত্যু
আদিতমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।