নিজস্ব প্রতিবেদক: ঢাকা জেলায় মে মাসের শ্রেষ্ঠ অবৈধ অস্ত্র উদ্ধারকারী কর্মকর্তা নির্বাচিত হয়েছেন ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের (ডিবি) উপ-পরিদর্শক (এসআই) শহিদুল ইসলাম পিপিএম।
শুক্রবার (২৮ জুন) সকালে ঢাকা জেলা পুলিশের মাসিক অপরাধ সভায় ডিবি পুলিশের চৌকস এই কর্মকর্তার হাতে শ্রেষ্ঠ পুরস্কার তুলে দেন ঢাকা জেলার পুলিশ সুপার জনাব শাহ মিজান শফিউর রহমান বিপিএম (বার) পিপিএম।
এসময় সভায় উপস্থিত ছিলেন সাইদুর রহমান পিপিএম (অপরাধ), অতিরিক্ত পুলিশ সুপার নাসিম রনি, সাভার সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার তাহমিদুল ইসলাম, আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ রিজাউল হক দিপু, সাভার মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) এ.এফ.এম সায়েদ, ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো. আবুল বাশার পিপিএমসহ ঢাকা জেলা পুলিশে কর্মরত পুলিশের অন্যান্য কর্মকর্তাগন।