অমিক কর্মকার।। লোহাগাড়ায় মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস পালিত হয়েছে। ২৬ মার্চ সকাল ৯ টায় লোহাগাড়া উপজেলা স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।
এসময় উপস্থি ছিলেন লোহাগাড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান জিয়াউল হক চৌধুরী বাবুল, ইউএনও তৌছিফ আহমেদ, নবাগত সহকারী কমিশনার (ভূমি) নীলুফা ইয়াসমিন চৌধুরী, জাকের হোসাইন মাহমুদ, পুলিশ পরিদর্শক (তদন্ত) মুহাম্মদ রাশেদুল ইসলাম, লোহাগাড়া উপজেলা ভাইস চেয়ারম্যান এম ইব্রাহীম কবির, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আবদুল হামিদ বেঙ্গল, যুদ্ধকালীন কমান্ডার মোস্তফিজুর রহমান চৌধুরী। কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদনের পর জাতীয় পতাকা উত্তোলন করা হয়।