আমাদেরবাংলাদেশ ডেস্ক।। কবিতা
তুমি ভোরের পাখি,
উম্মুখ হয়ে থাকো অংশুমালীর ডাকে।
শহরের পরিশ্রান্ত পিচঢালা পথে
ক্লান্তিহীন অবিরাম পথচলায় ।
তুমি অর্থনৈতিক সমৃদ্ধির সুনিপুণ বুননে,
দেশের অনন্য কারিগর, বাংলার হাসি।
তুমি স্বপ্ন আঁকো
বসে অবুঝ একটা যন্ত্রের সামনে,
জীবন চলার হাতল ঘুরিয়ে গভীর নীরবতায়।
আধুনিক উত্তরীয় উঠবে না তোমার গায়ে,
আমার মতো ক্ষুদ্র মানুষের কাছে,
তুমি অবোধ্য জোৎস্না, একটা বাংলাদেশ,
তোমার অবদানের নাই শেষ।
তুমি বস্ত্রশিল্প মালিকের হাসি,
তথাপি ন্যায্য পাওনা দাবী করা যেনো
তোমার জন্য বড্ড বেমানান।
তোমার আয়ে নির্ভরশীল গোটা পরিবার
দিনাতিপাত করে কঠিন দীনতায়,
আর তোমারই আয়ে উল্লাসিত পোষাক মালিক।
হে ডলার শ্রমিক,
তোমার কঠোর পরিশ্রমে, ক্লান্তির ঘামে
অর্জিত হয় বৈদেশিক মুদ্রা,
তুমিই দেশের গর্বিত শ্রমিক।
তুমি মহান নারী,
দীপ্ত রবি প্রতিক্ষীত তোমার জন্য।
স্পর্শ করো আলোকিত মহিমা,
তোমাতে রয়েছে ক্লান্তিহীন যোগ্যতা ,
দেশের সাফল্যের ভিত তুমি বিজয়িনী ।
হে প্রভাতী কন্যা,
আমি দেখি তোমার চোখে,
শীতল বৃষ্টিধারা, রঙিন দিনের আশা,
তুমিই একটুকরা বাংলাদেশ, নিও ভালোবাসা।।