আবা ডেস্ক: রোহিঙ্গারা যত দ্রুত ফিরে যাবে তত বাংলাদেশের জন্য মঙ্গল। তাদের দ্রুত সময়ের মধ্যে ফিরিয়ে নিতে বিশ্বনেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আজ বুধবার সকালে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে ‘ঢাকা মিটিং অব দ্য গ্লোবাল কমিশন অন অ্যাডাপটেশন’সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আরও বলেন, জলবায়ু পরিবর্তন বৈশ্বিক সমস্যা। একে বৈশ্বিকভাবে মোকাবেলা করতে হবে। জলবায়ু পরিবর্তনের বিরুপ প্রভাব মোকাবেলায় বিশ্বকে বিনিয়োগে আরো গুরুত্ব দিতে হবে।