লালমনিরহাট সংবাদদাতা।। লালমনিরহাটের হাতীবান্ধায় ১০ টাকা কেজি দরের ১২০ বস্তা চাল উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় ট্রলির চালককে আটক করা হয়েছে।
রবিবার দিবাগত রাত ৩টার দিকে চাল পাচারের সময় হাতীবান্ধা উপজেলার সিন্ধুর্ণায় একটি গোডাউনে অভিযান চালায় পুলিশ।
ট্রলি চালক দুখু মিয়া পার্শ্ববর্তী কালীগঞ্জ উপজেলার মদাতী ইউনিয়নের বাসিন্দা বলে জানা গেছে।
হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) নজির হোসেন জানান, সরকারি চালের বস্তা সিন্ধুর্ণা এলাকার শাহজাহান আলীর গোডাউন থেকে রবিবার দিবাগত রাত ৩টার দিকে পাচার হবে এমন গোপন সংবাদের ভিত্তিতে ওই সময় হাতীবান্ধা উপজেলা নির্বাহী কর্মকর্তা সামিউল ইসলাম পুলিশ নিয়ে অভিযান চালান।
তিনি জানান, এ সময় গোডাউনের ভেতরে মজুদ থাকা ৩০ কেজির ১২০ বস্তা চাল উদ্ধার করা হয়। চালের বস্তার গায়ে খাদ্য অধিদপ্তরের সীল রয়েছে। পরে পাচারের উদ্দেশ্যে আনা ট্রলির চালক দুখু মিয়াকে আটক করেছে পুলিশ। গোডাউন মালিক শাহজাহান পলাতক রয়েছেন।
নজির হোসেন আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে দুখু মিয়া জানিয়েছেন চালগুলো কালীগঞ্জ উপজেলার ভোটমারী এলাকায় নেয়ার প্রস্তুতি চলছিল। এ ব্যাপারে হাতীবান্ধা থানায় একটি মামলা করা হয়েছে।
লালমনিরহাট জেলা প্রশাসক আবু জাফর সাংবাদিকদের জানান, কোন ডিলারের চাল এগুলো তা খতিয়ে দেখা হচ্ছে। প্রমাণ সাপেক্ষে ওই ডিলারের লাইসেন্স বাতিলসহ তাকে গ্রেফতার করা হবে। এ ব্যাপারে সরকারি কোন কর্মকর্তা জড়িত থাকলে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেয়া হবে।