সুলতান হোসেন।। লালমনিরহাটের আদিতমারীতে করোনা ভাইরাস ( কোভিট-১৯) প্রতিরোধে ব্যাক্তিগত সুরক্ষা ও সামাজিক দূরত্ব বজায় রাখতে প্রশাসনের উদ্দ্যোগে স্কুল মাঠে বসানো হয়েছে হাটবাজার।
সোমবার (২০ এপ্রিল) সরকারী আদিতমারী জিএস স্কুল অ্যান্ড কলেজ ও সাপ্টিবাড়ী উচ্চ বিদ্যালয় মাঠে সামাজিক নিরাপত্তা দুরত্ব বজায় রেখে বসানো হয়েছে হাটবাজার। এছাড়াও এদুটি হাটে ক্রেতা-বিক্রেতা উভয়েই নিরাপদ দূরত্ব মেনে বাজারে বেচা-কেনা করছেন।
উপজেলা প্রশাসন জানান, বাজারে মানুষের মধ্যে সামাজিক দূরত্ব বজায় রাখতে সবজি বাজার ও কৃষিপণ্যের দোকানগুলো স্কুল মাঠে স্থানান্তরের সিদ্ধান্ত নেয়া হয়। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত প্রতিদিন সকাল ৬টা থেকে দুপুর ১টা পর্যন্ত এখানে বাজার চালু থাকবে। সামাজিক নিরাপত্তা দুরত্ব বজায় রাখতে উপজেলা প্রশাসনের সাথে কাজ করছে থানা পুলিশ।
আদিতমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম বলেন,সামাজিক নিরাপত্তা দুরত্ব বজায় রাখতে প্রশাসনের সাথে পুলিশ বাহিনীও কাজ করছে। তিনি আরো বলেন,সামাজিক দুরত্ব যাতে সবাই মেনে চলেন,সেজন্য প্রতিদিন বাজার মনিটরিং করা হচ্ছে।
আদিতমারী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুহাম্মদ মনসুর উদ্দিন বলেন, বাজারে জায়গা কম হওয়ায় ক্রেতা-বিক্রেতাদের মধ্যে সামাজিক দূরত্ব বজায় থাকত না। তাই সবজি বাজার ও কৃষিপণ্য বাজার স্কুল মাঠে নিয়ে আসা হয়েছে।