কুড়িগ্রাম সংবাদদাতা।। মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে করোনাভাইরাসে চলমান লকডাউনে বিশেষ ত্রাণ কুড়িগ্রামের ভোগডাঙ্গায় ২০ এপ্রিল (সোমবার) সেনা বাহিনীর প্রতিনিধি কর্ণেল আবু জাফরের উপস্থিতিতে ১৫০ জন হতদরিদ্র প্রান্তিক নিম্ন আয়ের মানুষের মাঝে বিতরণ করা হয়।
ত্রাণ বিতরণ করেন ভোগডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ সাইদুর রহমান। সুবিধাভোগীদের ১০ কেজি চাল, ৪ কেজি আলু ও ১ কেজি করে পিয়াজ প্রদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন ইউনিয়নের সচিব হাসান সোহরাওয়ার্দী ও ইউনিয়নের সদস্য আহাদুল হক।
ইউনিয়ন চেয়ারম্যান আলহাজ¦ সাইদুর রহমান জানান, ভোগডাঙ্গা ইউনিয়নের জনসংখ্যা অনেক বেশি, সেই হিসেবে সরকারের পক্ষ থেকে প্রাপ্ত সাহায্য ও ত্রাণ পর্যায়ক্রমে হতদরিদ্র ও নিম্ন আয়ের মানুষদের মাঝে পর্যায়ক্রমে প্রদান করা হবে।