লালমনিরহাট সংবাদদাতা।। সামাজিক নিরাপত্তা দুরত্ব বজায় না রেখে কৃষকের কাছ থেকে তামাক ক্রয় করায় জাপান টোব্যাকো কোম্পানির ২০ হাজার টাকা জরিমানা করেছেন মোবাইল কোর্ট।
রবিবার (২৬ এপ্রি) দুপুরে আদিতমারী উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রট মুহাম্মদ মনসুর উদ্দিন অভিযান চালিয়ে এ জরিমানা করেন।
জানাগেছে, লালমনিরহাটের আদিতমারীতে সামাজিক নিরাপত্তা দুরত্ব বজায় না রেখে তামাক কোম্পানীগুলো কৃষকের কাছ থেকে তামাক ক্রয় করে আসছেন। এমন অভিযোগ উঠেছে আদিতমারীতে অবস্থিত তামাক ক্রয় কেন্দ্রগুলোর বিরুদ্ধে।
এধরনের অভিযোগ পেয়ে রবিবার দুপুরে আদিতমারী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুহাম্মদ মনসুর উদ্দিন আকস্মিকভাবে জাপান টোব্যাকো কোম্পানির তামাক ক্রয় কেন্দ্রে প্রবেশ করেন। সেখানে সামাজিক নিরাপত্তা দুরত্ব বজায় না রাখায় জাপান টোব্যাকো কোম্পানির ২০ হাজার টাকা জরিমানা আদায় করেন।
এছাড়াও ওই কোম্পানির প্রতিনিধিকে সতর্ক করে দেন।
আদিতমারী উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ মনসুর উদ্দিন বলেন, পর্যায়ক্রমে সকল তামাক ক্রয় কেন্দ্রগুলোতে অভিযান পরিচালনা করা হবে।