লিয়াকত হোসেন রাজশাহী।।করোনা ভাইরাসে (কোভিড-১৯) উদ্ভত পরিস্থিতিতে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশ অনুযায়ি রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র মহোদয় এএইচএম খায়রুজ্জামান লিটন এর পক্ষ থেকে কর্মহীন অসহায় দু:স্থ মানুষের মাঝে ত্রাণ বিতরণ করেন ১৪ নং ওয়ার্ডের সম্মানিত কাউন্সিলর জনাব মোঃ আনোয়ার হোসেন আনার।
করোনা ভাইরাসে (কোভিড-১৯) উদ্ভত পরিস্থিতিতে রাজশাহী সিটি কর্পোরেশনের কর্মহীন ও নিন্ম আয়ের মানুষের কাছে পৌছে যাচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উপহার। রাজশাহী মহানগর আওয়ামী লীগ সভাপতি ও সিটি মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটনের এর পক্ষ থেকে সকল কাউন্সিলরবৃন্দ মহানগরীর প্রতিটি ওয়ার্ডে পরিবার প্রতি ১০ কেজি করে সরকারি চাল বিতরণ করছেন। এরই ধারাবাহিকতায় ৪র্থ ধাপে আজ ১১ মে ২০২০ তারিখ রোজ সোমবার সকাল ১০.৩০ ঘটিকা হতে ৩০০ জনকে ১০ কেজি করে চাল বিতরণ করেন রাজশাহী সিটি কর্পোরেশনের ১৪ নং ওয়ার্ডের সম্মানিত কাউন্সিলর জনাব মোঃ আনোয়ার হোসেন আনার।
সামাজিক দূরত্ব বজায় রেখে নারী ও পুরুষ আলাদা ভাবে লাইনে দাঁড়িয়ে ১৪ নং ওয়ার্ডের কর্মহীন অসহায় দু:স্থ ও নিম্ন আয়ের মানুষ মাননীয় প্রধানমন্ত্রীর উপহার হিসেবে খাদ্য সামগ্রী গ্রহণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন প্রাথমিক শিক্ষা অফিস রাজশাহী বিভাগের বিভাগীয় শিক্ষা অফিসার মোঃ সাইফুল ইসলাম, তেরখাদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ লিয়াকত কাদির কুমকুম, ১৪ নং ওয়ার্ড সচিব শাহজাহান আলী প্রমুখ।