মোঃ আসাদুর রহমান শার্শা প্রতিনিধিঃ হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, বাংলার রাখাল রাজা, স্বাধীনতার মহান স্থাপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদাৎ বার্ষিকী-২০১৯ উদযাপন উপলক্ষ্যে শনিবার সকালে বাংলাদেশ আওয়ামীলীগ শার্শা উপজেলা শাখার আয়োজনে শোকাবহ আগস্টে মাস কর্মসূচি যথাযোগ্য মর্যাদায় পালন করার লক্ষ্যে “বর্ধিত সভা” অনুষ্ঠিত হয়।
উক্ত বর্ধিত সভায় সভাপতির বক্তব্য শেষে ১৯৭৫ সালের ১৫ই আগস্টে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ তার পরিবারের সকল শহীদের বিদেহী আত্রত শান্তি কামনা করে ও দেশরতœ জননেত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে মোনাজাতে অংশগ্রহণ করেন শার্শা উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা সিরাজুল হক মঞ্জু। উক্ত বর্ধিত সভাটি সঞ্চালনা করেন শার্শা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব নুরুজ্জামান। যশোর জেলা পরিষদেও সদস্য ইব্রাহীম খলিল,যুগ্ন-সাধারণ সম্পাদক সালেহ আহম্মদ মিন্টু, শার্শা উপজেলা সকল ইউনিয়নের চেয়ারম্যান এবং আওয়ামীলীগ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।