আমাদের বাংলাদেশ ডেক্সঃ যশোহর জেলার কেশবপুর উপজেলার ১১নং হাসানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে প্রভাষক জুলমাত আলী চতুর্থ বছরে পদার্পণ করলেন। একজন শিক্ষানুরাগী ও জনবান্ধব এই চেয়ারম্যান জনপ্রতিনিধি হিসেবে বিগত বছরগুলিতে তার উপর অর্পিত দায়িত্ব নিষ্ঠার সাথে পালন করেছেন এবং করে চলেছেন এমনটি জানান স্থানীয় সাধারণ মানুষ।
সরেজমিন পরিদর্শনে গিয়ে এবং তথ্য অধিকার আইনে অত্র ইউনিয়ন পরিষদের বিগত তিন (০৩) বছরের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পে সরকারী বরাদ্দ হিসেবে আসা অর্থের খরচ এবং প্রকল্পগুলির বাস্তবায়ন সংক্রান্ত তথ্য চাওয়া হয়। প্রাপ্ত তথ্যের আলোকে দেখা যায়, বিগত অর্থবছরগুলোতে বিভিন্ন প্রকল্পে আসা সরকারী বরাদ্দের সঠিক ব্যবহার করেছেন তিনি।
এখানে কোনো ধরণের অনিয়মের বিষয় পাওয়া যায় নাই। এব্যাপারে প্রভাষক জুলমাত আলীর নিকট জানতে চাইলে তিনি আমাদেরবাংলাদেশ.কমকে বলেন, “২০১৬ সালের ২৮ মে গনতান্ত্রিক সংকটের মধ্যদিয়ে নির্বাচনের মাধ্যমে জনগনের প্রতিনিধি হিসাবে দায়িত্ব গ্রহন করে অদ্যাবধি সঠিকভাবে পালন করছি।
আমার উপর অর্পিত দায়িত্ব আমি সঠিক ভাবে পালন করতে পেরেছি কিনা সেটা আমার এলাকার জনগনই ভালো বলতে পারবেন। তবে আমি সাধ্যমত চেষ্টা করেছি। বর্তমানে গনতন্ত্রের এই সংকট মুহূর্তে জনগনের প্রতিনিধি হিসাবে দায়িত্ব পালন করা কঠিন। তার পরেও চেষ্টা করব জনগনের জন্য ভালকিছু করার।
আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন।