গাইবান্ধা প্রতিনিধি : গাইবান্ধা জেলার সাদুল্লাপুর উপজেলার রসুলপুর গ্রামে ৪ মাসে অন্তঃসত্ত্বা গৃহবধূকে সাউন-বক্স বাজিয়ে হত্যার পর গলায় রশি দিয়ে ঝুলিয়ে রাখার অভিযোগ উঠেছে স্বামীসহ পরিবারের লোকদের বিরুদ্ধে।
জানা গেছে, ২৯ আগস্ট শনিবার ভোরে উপজেলার রসুলপুর এর বৈরাগী পাড়ায় এ ঘটনা ঘটে। প্রায় ১০ বছর আগে সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর এর নবীপুর প্রামের ডা: বুদ্ধিশ্বর পাল এর মেয়ে ছবি রানী পালের সাথে সাদুল্লাপুর উপজেলার রসুলপুর এর বৈরাগী পাড়ার রামপদ পাল এর ছেলে বৈদ্যনাথ পাল এর সাথে বিয়ে হয়।
বিয়ের পর থেকে বিভিন্ন বিষয় নিয়ে স্বামী ও পরিবারের লোকজন খারাপ আচরণ সহ শারীরিক নির্যাতন করে আসছিল। এক পর্যায়ে শুক্রবার দিবাগত রাত ৩ টার দিকে পরিবারের লোকজন ওই গৃহবধূর সাথে অমানবিক আচরণ করে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে মেরে ফেলে। এসময় বিষয়টা যাতে প্রতিবেসিরা জানতে না পারে সাউন-বক্স বাজানো হয়।
এর পর তাকে ঘরের ধর্ণার সাথে ফাঁস ঝুলিয়ে রাখে। শনিবার সকালে স্থানীয় লোকজন ওই গৃহবধুর লাশ দেখতে পেয়ে সাদুল্লাপুর পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠায়। এ ঘটনার পর থেকে স্বামী ও পরিবারের লোকজন পলাতক রয়েছে।
এলাকাবাসি জানান, ওই গৃহবধুকে বিয়ের পর থেকে বিভিন্ন সময় শারীরিরক মানসিক ভাবে নির্যাতন করে আসাছিল। এ ঘটনা জড়িত ব্যাক্তিদের শাস্তির দাবি জানিয়েছেন স্থানিয়রা।