গাইবান্ধা সংবাদদাতা।।আজ সোমবার দুপুরে পৌরসভার ৫নং ওয়ার্ডে পৌর ২নং বিট পরির্দশন ও অফিস কক্ষের উদ্বোধন করেন পুলিশ সুপার মুহাম্মাদ তৌহিদুল ইসলাম।
এছাড়াও পেনেল মেয়রের পুকুরে মৎস্য পোনা অবমুক্ত করেন তিনি।এসময় সংক্ষিপ্ত আলোচনা সভায় উপস্থিত ছিলেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকতা খান মোহাম্মাদ শাহরিয়ার, পেনেল মেয়র মতলুবুর রহমানসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবগ।
পুলিশ সুপার তার বক্তবে বলেন, পুলিশের সেবা মানুষের দোরগোড়ায় পৌছানোর লক্ষে ২০১০ সালে বিট পুলিশিং কার্যক্রম শুরু হয়।
বিট পুলিশিং এর মাধ্যমে সাধারন মানুষ খুব সহজে পুলিশের বিভিন্ন সেবা পাবে। এলাকার মদ, জুয়া, চুরি, ছিনতাইসহ বিভিন্ন অপরাধ রোধে বিট পুলিশিং বিশেষ ভুমিকা রাখবেন বলে উল্লেখ করেন তিনি ।