সুনামগঞ্জ সংবাদদাতা।।সুনামগঞ্জ জেলার ধর্মপাশ উপজেলার মধ্যনগর থেকে পাশ্ববর্তী নেত্রকোণা জেলার ঠাকুরকোণা যাওয়ার পথে বালি বোঝাই স্টিলের নৌকার সাথে একটি যাত্রীবাহী ট্রলার ধাক্কা খেয়ে নদীতে ট্রলার ডুবির ঘটনায় শিশু ও নারী সহ ১০ জনের লাশ উদ্ধার করেছে। আরও নিখোঁজ রয়েছে প্রায় ২০ জন ।
এ ঘটনাটি ঘটেছে আজ বুধবার সকাল ৯ টার দিকে কলমাকান্দা উপজেলার রাজনগর গ্রামের সামনে বালি বোঝাই ইঞ্জিন চালিত বড় নৌকার সাথে ধাক্কা লেগে এই যাত্রীবাহী ট্রলার ডুবে এ দুর্ঘটনাটি ঘটে। ঘটনায় এখন পর্যন্ত ১০ জনের লাশ উদ্ধার করা হয়েছে ।এবং বাকি নিখোঁজদের লাশ উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।
মধ্যনগর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন এর সত্যতা নিশ্চিত করে বলেন, ট্রলার ডুবির ঘটনায় নিখোঁজ হওয়া শিশু ও নারীসহ ১০ জনের লাশ উদ্ধার করা হয়েছে। এবং বাকি নিখোঁজদের লাশ উদ্ধারে আমাদের অভিযান এখন অব্যাহত রয়েছে।