আমাদেরবাংলাদেশ ডেস্ক।। আগুনে পুড়ে গেছে লেসবস দ্বীপে অবস্থিত গ্রিসের সবচেয়ে বড় শরণার্থী শিবির। এ ঘটনায় আহত হয়েছে বেশ কয়েকজন। আগুনে আশ্রয় হারিয়ে খোলা আকাশের নিচে অবস্থান করছে হাজার হাজার শরণার্থী।
লেসবসের ডেপুটি গভর্নর জানিয়েছেন, আগুনে মোরিয়া শরণার্থী শিবিরটি পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। এ ঘটনায় লেসবস দ্বীপে জারি করা হয়েছে জরুরি অবস্থা। আগুন লাগার সূত্রপাত এখনও জানা যায়নি।
তবে স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, গত সপ্তাহে শিবিরে ৩৫ জনের করোনা শনাক্ত হওয়ার কোয়োরেন্টিনের আওতায় নিয়ে আসা হয়েছিলো। এরমধ্যে কয়েকজন আইসোলেশনে যেতে না যেতে অস্বীকৃতি জানানোর পর শরণার্থী শিবিরটিতে আগুন লাগার ঘটনা ঘটে। যদিও এ বিষয়টি নিশ্চিত হওয়া যায়নি।
মোরিয়া শরণার্থী শিবিরে প্রায় ১৩ হাজার মানুষ বাস করতো। এটি শিবিরটির ধারণক্ষমতার চারগুণেরও বেশি।
আমাদেরবাংলাদেশ.কম/রিফাত