মুন্সি মেহেদী হাসান।। আদর্শের পরাজয় নেই, বিপ্লবীদের মৃত্যু নেই এই শ্লোগানকে সামনে রেখে , শিল্পাঞ্চল আশুলিয়ায় গার্মেন্টস শ্রমিকদের প্রিয় নেতা প্রয়াত আমিনুল ইসলাম শামার স্মরণে এক বিশেষ দোয়া মোনাজাত ও শোক সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সকাল ১১ টায় আশুলিয়া প্রেসক্লাব কনফারেন্স রুমে, সাভার আশুলিয়ার বিভিন্ন শ্রমিক সংগঠনের উদ্যেগে আমিনুল ইসলাম শামার স্মরণে এ শোক সভা অনুষ্ঠিত হয়।
দাড়িয়ে ১ মিনিট নিরবতা পালন ও কোরআন তেলওয়াতের মাধ্যমে শোক সভার কার্যক্রম শুরু করা হয়। এসময় আলোচকরা মরহুম আমিনুল ইসলাম শামার জীবন সংগ্রাম ও তার আপোষহীন শ্রমিক নেতৃত্ব নিয়ে আলোচনা করেন।
আলোচনা শেষে মরহুমের রুহের মাগফেরাত কামনায় কোরআন তেলওয়াত, বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
শ্রমিক নেতা মোঃ রফিকুল ইসলাম সুজনের সভাপতিত্বে শোক সভার প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন – দেশের প্রখ্যাত শ্রমিক নেতা মোঃ আবুল হোসেন।
এসময় প্রধান অতিথি, প্রয়াত আমিনুল ইসলাম শামার অকাল মৃত্যুতে শোক প্রকাশ ও মৃতের রুহের মাগফেরাত কামনা করেন। পাশাপাশি তিনি আরও বলেন, শ্রমিকরা নিজের শ্রম বিক্রি করে অর্থ উপার্জন করে জীবন জীবিকা নির্বাহ করে থাকে। রাষ্ট্রের অর্থনীতির চাকা সচল রাখতে শ্রমিকের ভূমিকা অপরিসীম। দূর্নীতি এবং কোন প্রকার ষড়যন্ত্রে শ্রমিকরা লিপ্ত থাকেনা। কারন পরিবারের মুখে দুমুঠো খাবার জোগাড় করতেই তাদের সময় চলে যাই। শ্রমিকরাই বারবার মালিক পক্ষের শোষন নির্যাতনের শিকার হয়। ন্যায্য অধিকারের দাবি তুললেই তাদেরকে ষড়যন্ত্রকারী আক্ষা দেওয়া হয়। অবৈধভাবে তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হয়। মাসের পর মাস বেতন দেওয়া হয়না, নির্বিচারে শ্রমিক ছাটাই করা হয়। যা দেশের সংবিধান পরিপন্থী । আমরা শোককে শক্তিতে রুপান্তর করে শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠায় আজীবন সংগ্রাম চালিয়ে যাবো। এছাড়াও শ্রমিক বান্ধব সরকার প্রধান মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার কাছে আকুল আবেদন শ্রমিক নেতাদের বাসস্থানের ব্যাবস্থাসহ অকালে মৃত্যু বরনকারী নিঃস্বার্থ এসমস্ত শ্রমিক নেতাদের পরিবার পরিজনদের জন্য সরকারি সহাতার উদ্যেগ গ্রহনের জন্য।
শ্রমিক নেতা মোঃ সরোয়ার হোসেনের সঞ্চালনায়, সভায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন – শ্রমিক নেত্রী তাসলিমা আক্তার লিমা, শ্রমিক নেতা মোঃ সিরাজুল ইসলাম রনি, বাহারাইন সুলতান বাহার, এ্যাডঃ আব্দুল আওয়াল, কে এম মিন্টু, অরবিন্দু বেপারী বিন্দু, রাকিবুল হাসান সোহাগ, সৌমিত্র কুমারসহ বিভিন্ন শ্রমিক সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ ও প্রয়াত শ্রমিক নেতা আমিনুল ইসলাম শামার পরিবারবর্গ এসময় উপস্থিত ছিলেন।