রাণীশংকৈলে ইঁদুর মারা গ্যাস ট্যাবলেট খেয়ে নারীর মৃত্যু
- প্রকাশের সয়ম :
শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২০
-
৬৯
বার দেখা হয়েছে

ঠাকুরগাঁও সংবাদদাতা।। ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় ৩০ অক্টোবর শুক্রবার রফিকা (৪০) নামে এক নারীর ইঁদুর মারা গ্যাস ট্যাবলেট খেয়ে মৃত্যুর খবর পাওয়া গেছে। রফিকা উপজেলার চোপড়া গ্রামের তোফাজ্জুল হোসেনের স্ত্রী।
স্থানীয় ও পুলিশসুত্রে জানাগেছে পারিবারিক কলহের জেরধরে এদিন দুপুরে সকলের অগোচরে গ্যাস ট্যাবলেট খেয়ে অসুস্থ হয়ে পড়ে রফিকা।
পরে পরিবারের সদস্যরা টের পেলে তাঁকে আশঙ্কাজনক অবস্থায় সাথে সাথে দিনাজপুর আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পথিমধ্যে তাঁর মৃত্যু হয়। রাণীশংকৈল থানা পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন।
থানা পুলিশ বলেন, ‘আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। পরিবার ও আত্মীয়স্বজনের সাথে কথা বলে জানা গেছে পারিবারিক কলহের কারনে গ্যাস ট্যাবলেট খেয়ে মৃত্যু হয়েছে বলে ধারনা করা হচ্ছে। এ ব্যাপরে পরিবার এবং আত্মীয়ের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় লাশ দাফনের অনুমতির জন্য এডিএম স্যার বরাবর পরিবারের লোকজন আবেদন করেছেন। অনুমতি পেলে তারা লাশ দাফন করতে পারবেন।
সংশ্লিষ্ঠ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জিতেন চন্দ্র রায় গ্যাস ট্যাবলেট খেয়ে নারীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
Please Share This Post in Your Social Media