মোঃ মহাসিন কবির বিশেষ প্রতিনিধি : যশোরের শার্শা বাগআঁচড়া ইউনিয়ন পরিষদের সুযোগ্য চেয়ারম্যান এবং বাগআঁচড়া প্রেস ক্লাবের উপদেষ্টা আলহাজ্ব ইলিয়াছ কবির বকুলের সাথে বাগআঁচড়া প্রেসক্লাবের সাংবাদিকদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বাগআঁচড়া প্রেসক্লাবের সভাপতি আরিফুজ্জামান আরিফ ও সাধারণ সম্পাদক আবু সাঈদের নেতৃত্বে বুধবার বেলা ১২ টায় মতবিনিময় সভায় অন্যন্যাদের মধ্যে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি শহিদুল ইসলাম,
যুগ্ম-সাধারণ সম্পাদক আসাদুজ্জামান নয়ন, আব্দুল জলিল, সাংগঠনিক সম্পাদক সাইফুজ্জামান মন্টু ও শাহরিয়ার হুসাইন, দপ্তর সম্পাদক মহসীন কবির, সহ- দপ্তর সম্পাদক নাজিমউদ্দিন জনি, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক গাজী জয়নাল আবেদীন,
স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাঃ মফিজুর রহমান মিনু, নির্বাহী সদস্য সেলিম আহম্মেদ ও এস এম আব্দুল্লাহ। এসময় চেয়ারম্যান সাহেব বলেন, বাগআঁচড়া ইউনিয়নের সুনাম ধরে রাখতে সাংবাদিদের নিরালস ভাবে কাজ করে যেতে হবে।
বাগআঁচড়াকে একটি রোল মডেল হিসাবে গড়ে তুলতে তিনি নিজেও নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন।এলাকার মান মর্যাদা সম্মান সুনাম ধরে রাখার দায়িত্ব সকলের।আরো বলেন এলাকার ভাবমুর্তি ও উন্নয়ন বজায় রাখতে তিনি সাংবাদিক সহ সকলের সহযোগিতা কামনা করেন।