
নবীগঞ্জ সংবাদদাতা।। নবীগঞ্জ পৌর এলাকার গন্ধা গ্রামে ডিস বিলকে কেন্দ্র করে দুইজনের মধ্যে বাকবিতন্ডা হয়।
এরই জের ধরে দুই দলের লোকের মধ্যে সংঘর্ষ হয়।গতকাল বুধবার সকালে এই সংঘর্ষের ঘটনাটি ঘটে। স্থানীয় সূত্রে জানাযায়, ডিসের বিল নিয়ে বাচ্চু ও শাহরাজ এর মধ্যে বাকবিতন্ডা হয়।এরই জের ধরে দুই গ্রুপে বিভক্ত হয়ে তর্কবিতর্কের মধ্য দিয়ে এই সংঘর্ষ হয়।
সংঘর্ষে আহতরা হলেন,গন্ধা গ্রামের মৃত আব্দুল মজিদের পুত্র দুদু মিয়া (৭০),লুদু মিয়া (৪২),মৃত লিয়াকত আলীর পুত্র আব্দুর রহিম (৭২),আরজু মিয়ার পুত্র জাওয়াদ আহমেদ (২০),আব্দুর রহিমের পুত্র সিরাজ মিয়া (৪৩),ছুরুখ মিয়ার পুত্র তানভীর মিয়া (১৭),মৃত আব্দুল্লাহর পুত্র মোঃ এলাইছ মিয়া (৬৫),রানু মিয়া (৫৫),আব্দুল মালিক (৬৫),জলবু মিয়ার পুত্র রোমন মিয়া (১৬),মৃত আব্দুল গতির পুত্র জমশেদ মিয়া (৪৩),ছুরুখ মিয়া (৬০),মৃত ইকরাম উল্লার পুত্র হাফিজুর রহমান (৫০),তৈয়ব উল্লাহ (৫০),মৃত ছুরখ মিয়ার পুত্র রাসেল মিয়া (১৮),তৌহিদ মিয়ার পুত্র সামিউজ্জামান (২৬),কারী আব্দুল শহিদের পুত্র আলীরাজ (২০),মেহেরাজ মিয়া (১৭)।অবস্থা গুরুতর হওয়ায় আব্দুর রহিম ও দুদু মিয়াকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়।সংঘর্ষের খবর পেয়ে নবীগঞ্জ থানার একদল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে করেন।
এ ব্যাপারে নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আজিজুর রহমান বলেন,ঘটনার খবর পেয়ে একদল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন।এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।