লোহাগাড়া(চট্টগ্রাম)সংবাদদাতা।। চট্টগ্রামের লোহাগাড়ায় ইটভাটায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালত। গত (২৯ ডিসেম্বর মঙ্গলবার) এই অভিযান পরিচালনা করা হয়। এসময় ৭ ইটভাটায় জরিমানা করা হয় ৬ লাখ টাকা জরিমানা করা হয়।
ভ্রাম্যমান আদালতের এ অভিযানে নেতৃত্বে দেন লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আহসান হাবিব জিতু। সঙ্গে ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নীলুফা ইয়াছমিন চৌধুরী ও সহকারী (ভূমি) কর্মকর্তা শরফুদ্দিন খান সাদিসহ অন্যান্যরা।
অভিযানে যেসব ইটভাটায় জরিমানা করা হয় এরমধ্যে চরম্বা ইউনিয়নে এলবিএম ভাটায় ১ লাখ টাকা, এবিএম ভাটায় ৫০হাজার টাকা, এনকেবি ভাটায় ১ লাখ টাকা, এসবিএল ভাটায় ৫০ হাজার টাকা, অধুনগরে কিউবিএম ভাটায় ১ লাখ টাকা, লোহাগাড়া সদরে এলবিসি ভাটায় ১ লাখ টাকা ও কেএনবি ভাটায় ১ লাখ টাকা।
লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, ইট ভাটা প্রস্তুত আইন ২০১০এর ধারায় এ অভিযান পরিচালা করা হয়।