রাণীশংকৈলে মাস্ক না পড়ায় জরিমানা
- প্রকাশের সয়ম :
মঙ্গলবার, ২৯ ডিসেম্বর, ২০২০
-
৭০
বার দেখা হয়েছে

হুমায়ুন কবির, ঠাকুরগাঁও।। ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে মাস্ক না পড়ায় ১৪ জনকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্লবার ২৯ ডিসেম্বর বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলার রামপুর বাজার মোড়ে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারি কমিশনার (ভূমি) প্রীতম সাহা এ আদালত পরিচালনা করেন ।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, বাধ্যতা মূলক মাস্ক পরিধান নিশ্চিত করণে উপজেলার বিভিন্ন শহর- হাটবাজারে মোবাইল কোর্ট পরিচালিত হচ্ছে। নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রীতম সাহার নেতৃত্বে পরিচালিত কোর্টে পাবলিক প্লেসে মাস্ক ব্যবহার না করার অপরাধে দন্ডবিধি ১৮৬০ অনুযায়ী ১৪ জনকে সর্বমোট ৩৫ শত টাকা অর্থদণ্ড দেয়া হয়।
অফিস, ব্যবসা প্রতিষ্ঠান, বাজারসহ জনবহুল স্থানে মাস্ক পরিধান নিশ্চিত করতে কঠোর অভিযান অব্যাহত থাকবে। ইতিপূর্বে সচেতনতা মূলক প্রচার অভিযান চালানো হয়েছে। তাই বাধ্যতা মূলক মাস্ক পরিধান নিশ্চিত করণে নিয়মিত মোবাইল কোর্ট পরিচালিত হবে বলে নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রীতম সাহা জানান।
এ সময় রাণীশংকৈল থানা পুলিশ উপস্থিত ছিলেন।
Please Share This Post in Your Social Media