রাকিবুল হাসান রাকিব,জয়পুরহাট প্রতিনিধি।। করোনাভাইরাস মোকাবিলায় দেশবাসীকে মাস্ক পড়ার জোড় তাগিদ দিয়েছেন জাতীয় সংসদের হুইপ ও বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন। সোমবার দুপুরে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতাল পরিদর্শন ও হাসপাতালের উন্নয়নমূলক কাজ নিয়ে সাংবাদিকদের সাথে প্রেস কনফারেন্স করেন তিনি।
এসময় হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ রাশেদ মোবারক জুয়েল এর সভাপতিত্বে বক্তব্য রাখেন হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন। উপস্থিত ছিলেন, রাজশাহী বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডাঃ হাবিবুল আহসান তালুকদার রেজা, সিভিল সার্জন ডাঃ ওয়াজেদ আলী, জেলা প্রশাসক শরীফুল ইসলাম, পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঞা, জয়পুরহাট পৌর মেয়র মোস্তাফিজুর রহমান মোস্তাক,ডাঃ জোবায়ের গালীবসহ জেলা প্রশাসন, স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারী ও প্রিন্ট ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
আমাদেরবাংলাদেশ.কম/শিরিন আলম