আবু রায়হান,জয়পুরহাট।। দৈনিক প্রথম আলো পত্রিকার সাংবাদিক রোজিনা ইসলামকে স্বাস্থ্য মন্ত্রণালয়ে আটকে রেখে হয়রানি, হেনস্তার প্রতিবাদ ও মিথ্যা মামলা প্রত্যাহার এবং দোষী কর্মকতা – কর্মচারীদের অপসারণসহ দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে জয়পুরহাট জেলা শহরের জিরো পয়েন্ট পাঁচুরমোড়ে বুধবার বেলা ১১ টায় জয়পুরহাট জেলার বিভিন্ন সাংবাদিক সংগঠনের আয়োজনে ঘন্টাব্যাপী মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, জয়পুরহাট সাংবাদিক ইউনিয়নের সভাপতি শেখর মজুমদার, সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজা, জয়পুরহাট জেলা পরিষদ সদস্য সাংবাদিক সুমন কুমার সাহা, জয়পুরহাট মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বিপুল কুমার সরকার, জাতীয় সাংবাদিক ঐক্য ফোরাম জেলা শাখার সভাপতি সোহেল আহমেদ লিও, সাংবাদিক কবির হোসেন, মোয়াজ্জেম হোসেন, গোলাপ হোসেন, জাহাঙ্গীর আলম খান, সিদ্দিকুর রহমান হিরু, চম্পক কুমার, ইন্দোবাংলা২৪.কম এর সম্পাদক মাহফুজ রহমান সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দরা।
এ সময়ে উপস্থিত সাংবাদিক নেতারা সারাদেশের বিভিন্ন পর্যায়ের সাংবাদিকদের মিথ্যা মামলা দিয়ে প্রশাসনিক হয়রানি বন্ধ ও ঐসকল কর্মকর্তা কর্মচারিদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানিয়েছেন।