
চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি।। একটি পরিবারের ১০ কোটি টাকা মূল্যের দোকান ভিটি আত্মসাতে পায়তারা করার অভিযোগ পাওয়া গেছে।
চরফ্যাশন তালুকদার বাজারের ওই দোকানভিটির ৮০ শতাংশ জমি জবর দখলে পায়তারা করছে বলে স্থানীয় ইউপি সদস্য জামাল চৌকিদারসহ ৫জনের বিরুদ্ধে অভিযোগ করেন জমি মালিক খালিদ আল হেলাল গং। তিনি অভিযোগ করে বলেন, আামাদের এ জমি দখল করতে নানানভাবে হুমকী ধামকীসহ বিভিন্ন অপকৌশল করছে অভিযুক্তরা।
জমি মালিক আল হেলাল গং দখলবাজ চক্রের কবল থেকে তাঁদের সম্পদ ও জীবন রক্ষার জন্য স্থানীয় সাংসদের কাছে একটি লিখিত আবেদন করেছেন। লিখিত অভিযোগে ভূক্তভোগীরা জানান, কুলসুম বাগ মৌজায় দিয়ারা ৩১৯ নং খতিয়ানে ৮০ শতাংশ জমির মালিক ছিলেন তাঁদের পিতা জলিল মোল্লা। মৃত্যুর পূর্বে তিনি এই জমি স্ত্রী ফজিলতুন নেছাকে দলিল করে দেন।
ফজিলতুন নেছার জীবদ্দশায় ওই সম্পদ দুই ছেলে খালিদ আল হেলাল ও আবদুল মাজেদকে দলিল দেন। দলিল ও পৈত্রিক সূত্রে এ সম্পদের মালিক এখন দুই ভাই। দির্ঘদিন ধরে ক্ষমতার প্রভাব দেখিয়ে ইউপি সদস্য জামাল উদ্দিন চৌকিদার, কবির হোসেন ফরাজী, নিরব, আবদুর রব এবং ইমাম হোসেন রুপসা একত্রিত হয়ে এ জমি জবর দখলের চেষ্টা চালায়।
অভিযুক্তরা দুই ভাই হেলাল ও মাজেদকে হামলা মামলার হুমকী দিয়ে কয়েক শতাংশ জমি জবর দখল করে নিয়েছে। এছাড়াও দখলকৃত ওই জমি ফেরত দেয়ার কথা বলে দুই ভাইয়ের কাছ থেকে ৫ লাখ টাকার চাঁদা দাবী করে ২ লাখ টাকা হাতিয়ে নেয়। আরও ৩ লাখ টাকা না দিলে বাকী জমিও দখল করে নেয়ার হুমকী দিচ্ছেন বলেও অভিযোগ করেন ভূক্তভোগীরা।
বিষয়টি নিয়ে স্থানিয় সাংসদ ব্যবস্থা নেয়ার জন্য উপজেলা চেয়ারম্যানকে নির্দেশ দেন বলেও জানা গেছে। অভিযোগ প্রসঙ্গে ইউপি সদস্য জামাল বলেন, ওই জমির সাথে ৮ শতাংশ জমি খাস থাকায়
বাজার ব্যবসায়ীদের শৌচাগার নির্মানের জন্য ৫০ পয়েন্ট জমি নিয়েছি। ২ লাখ টাকা চাদা নেয়ার বিষয়টি তিনি অস্বীকার করেন।
আমাদেরবাংলাদেশ.কম/শিরিন আলম