হায় রে নারী পরী: মাহমুদুল হাসান
সে নাকি সুন্দরী
দেখতে ঠিক এক পরী
অঙ্গখানা রঙ্গেভরা
রূপের এক অপ্সরী!
কুপথে সে কামিয়েছে
মেলা অর্থকড়ি।
হায় রে নারী পরী!
লাজে সবাই মরি!
কুকর্মতে ভরা তোর সে
ডুবলো আজি তরী
বাড়লি রে তুই এই সমাজের
ঘাড়ের ওপর চড়ি।
আ/বাং/রা