নিজস্ব প্রতিবেদক।। যশোরে শিশু রায়হানের চুরি যাওয়া ব্যাটারিচালিত ভ্যান উদ্ধার করেছে ডিবি পুলিশ। এ ঘটনায় ব্যাটারিচালিত যানবাহন চোর চক্রের এক সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন যশোর মিডিয়া সেন্টার। এর আগে বৃহস্পতিবার ভোররাতে বিরামপুর গাবতলার মোড়ে হৃদয় এন্টারপ্রাইজের মোহাম্মদ আলী আব্বাসের দোকান থেকে উদ্ধার করা হয়।
আটককৃত সিরাজুল ইসলাম যশোরের কোতয়ালী থানার মোবারককাঠি মাঠপাড়া এলাকার ইসহাক আলীল ছেলে। বর্তমানে তিনি একই এলাকায় কাঙ্গালের বাড়িতে ভাড়া থাকতেন।
ডিবি পুলিশ সূত্রে জানা যায়, গত জুলাই মাসের ১৯ তারিখে চৌগাছার বেড়গোবিন্দপুর গ্রামের গ্রাম পুলিশের ছেলে শিশু রায়হান সংসারের হাল ধরতে ভাড়ায় ব্যাটারিচালিত ভ্যান নিয়ে বের হন। পরে চৌগাছা বাজার থেকে দুজন অজ্ঞাত ব্যক্তি ঝিকরগাছায় গিয়ে ফ্রিজ ক্রয়ের কথা বলে নিয়ে যান। মাঝপথে শিশু রায়হানকে নিয়ে একজন পত্রিকা ক্রয়ের কথা বলে গলিপথে ঢুকলে অপর ব্যক্তি ভ্যানটি নিয়ে পালিয়ে যায়। পরে রায়হানের বাবা হযরত আলী বিভিন্ন জায়গায় মৌখিকভাবে অভিযোগ জানালে ডিবি পুলিশ তদন্ত শুরু করে।
পুলিশ আরও জানায়, তদন্তের মাধ্যমে চোরের পরিচয় জানতে পেরে বৃহস্পতিবার রাতে অভিযানের মাধ্যমে তাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের প্রস্তুতি চলছে বলেও প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।
আমাদেরবাংলাদেশ.কম/রাজু