
মৌলভীবাজার সংবাদদাতা।। মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ১নং মির্জাপুর ইউনিয়নের বিভিন্ন গ্রামে মুসলিম হ্যান্ডস ইন্টারন্যাশনাল এর পক্ষ থেকে কান্ট্রি ম্যানেজার মাওলানা গুফরান আহমদ চৌধুরী ফুলতলী’র সার্বিক তত্ত্বাবধানে ১০০ টি টিউবওয়েল স্থাপন কাজের শুভ উদ্বোধন করা হয়েছে।
শনিবার (১১ সেপ্টেম্বর) সকাল ১১ ঘটিকায় মুসলিম হ্যান্ডস ইন্টারন্যশনাল এর পক্ষ থেকে উত্তর বৌলাছড়া মরহুম আব্দুল হেকিম এর বাড়িতে উক্ত টিউবওয়েল স্থাপন কাজের শুভ উদ্বোধন করা হয়।
লতিফিয়া ক্বারী সোসাইটি শ্রীমঙ্গল উপজেলা সভাপতি মাওলানা কাজী মোঃ নাছির উদ্দিন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুসলিম হ্যান্ডস ইন্টারন্যাশনাল এর রিজিওনাল প্রোগ্রাম অফিসার ফুয়াদ আহমেদ তায়েফ। বিশেষ অতিথি দারুল ক্বিরাত মজিদিয়া ফুলতলী ট্রাস্ট এর পরিদর্শক মাওলানা কাজী মোঃ আব্দুল মুছাব্বির, লতিফিয়া ক্বারী সোসাইটি শ্রীমঙ্গল উপজেলা সাধারণ সম্পাদক মাওলানা মোঃ আব্দুল আহাদ, ইয়াকুবিয়া হিফযুল কুরআন বোর্ড মৌলভীবাজার সদরের অফিস সম্পাদক হাফিয মোঃ কামরুল হাসান ইমরান, আনজুমানে আল ইসলাহ ১নং মির্জাপুর ইউনিয়ন সভাপতি মোঃ ফুল মিয়া, সাংগঠনিক সম্পাদক মোঃ শফিকুল ইসলাম, সদস্য হাজী মোঃ নূরুদ্দীন, মির্জাপুর ইউনিয়ন আওয়ামীলীগ সহ সাধারণ সম্পাদক মোঃ মঞ্জুর মিয়া, মির্জাপুর ইউনিয়ন যুবলীগ সভাপতি মোঃ কুটি মিয়া, মির্জাপুর ইউনিয়ন ৪নং ওয়ার্ড মেম্বার মোঃ শাহনূর আলম, সাবেক মেম্বার মোঃ আইনুদ্দীন, মির্জাপুর হাট বাজার ব্যবস্থাপনা কমিটি সদস্য সচিব ও সাবেক তালামীয সভাপতি মোঃ জামাল মিয়া, মির্জাপুর ইউনিয়ন তালামীয সাবেক সভাপতি মাওলানা আশরাফুল ইসলাম শাহীন, মোঃ আতাউর রহমান,বর্তমান সভাপতি হাফিয মোঃ আম্বর আলী, সহ সভাপতি মোঃ আজিজুর রহমান প্রমুখ।
উল্লেখ্য, মুসলিম হ্যান্ডস সংস্থাটি ১৯৯৩ সালে যুক্তরাজ্যে প্রতিষ্ঠিত হয়। ১৯৯৫ সালে প্রখ্যাত ওলীয়ে কামিল হযরত আল্লামা ইমাদ উদ্দীন চৌধুরী ফুলতলী’র তত্ত্বাবধানে বাংলাদেশে এর কার্যক্রম শুরু হয়। এরপর থেকে বিভিন্ন সময়ে আর্ত মানবতার সেবায় বিভিন্ন এলাকায় হতদরিদ্রদের ঘরবাড়ি নির্মাণ, গভীর নলকূপ স্থাপন, বিভিন্ন দূর্যোগকালীন সময়ে অসহায় ও দরিদ্র মানুষের মধ্যে খাদ্য সহায়তা প্রদানসহ বিভিন্ন সেবা কার্যক্রম পরিচালনা করে আসছে।