দারোগা গীরি: মফিজুল ইসলাম, পিপিএম
পুলিশের উর্দি পড়ে
দেখাইনি কোনদিন দারোগা গীরি
হাতে ওয়াকিটকি আর কোমরে পিস্তল
আমার কাছে মনে হতো
এক বাড়তি ঝামেলা
কারন আমি এক সাধারন
সেবাদানকারী গোলাম বটে।
সামান্য সিপাইতে ভর্তি হয়ে
নানা কাজে মানুষের আশির্বাদ কুড়িয়ে
বিধাতার অসীম কৃপায়
হলেম আমি ধাপে ধাপে
এই সেই দারোগা বাবু।
ক্লুলেস ঘটনার রহস্য উদঘাটনে
হলেম আমি আত্মনিয়োগ
কত শত হত্যা, ডাকাতি, চুরি, দস্যুতা
অপহরণ আর প্রতারণার ঘটনা
করলাম উদঘাটন
ভুক্তভোগীরা পুলিশ সম্পর্কে নিলেন
ইতিবাচক ধারনা।।
পুলিশ বিদ্বেষী সমাজে
সামান্য হলেও রেখেছি মান
পুলিশ বাহিনীর
সহযোদ্ধাদের মনোবল বৃদ্ধিতে
অগ্রসৈনিকের ভুমিকাতে
হয় নি কখনো পিছ পা
সততার মাপকাঠিতে না থাকলেও
অসততার কালিমা লাগতে দেয়নি
কখনো নিজের ও সহযোদ্ধাদের গায়ে।
দেখেছি কত শত সুনাম গাঁথা সংবাদ দৈনিক
আর সেই আমি আজ পরাজিত সৈনিক
জানি না আমার আর্তনাদ
প্রবেসীবে কি না জানি না
কিভাবে দিব শান্তনা তাদের
ভাষা নাই, আছে শুধু নিরব কান্না।
হে বিধাতা তোমার কাছে চাই
অভিযুক্ত অপরাধীর বক্তব্যে
শাস্তি যদি দিতে হয়, আমাকে দাও
তবুও নিস্পাপ শিশুদের মাফ করে দাও।