আজিজুল ইসলাম সুনামগঞ্জ থেকে: সুনামগঞ্জ জেলার, বিশ্বম্ভরপুর উপজেলার ১নং সলুকাবাদ ইউনিয়ন পরিষদের উপনির্বাচন নিয়ে। জন সাধারনের মধ্যে চরম আশা-আকাঙ্ক্ষার সৃষ্টি হয়েছে। অনেক দিন পর সলুকাবাদ ইউনিয়নের উপনির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। নির্বাচনকে ঘিরে বিভিন্ন দলের প্রার্থীরা সরব হয়ে উঠেছেন।
উপনির্বাচনে সাধারণ মানুষের কান্ডারী হয়ে, উপনির্বাচন করতে মাঠে নেমেছেন, তরুণ ছাত্র নেতা মোহন মিয়া বাচ্চু, তিনি গত নির্বাচনে ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করেন,
কিন্তু বিএনপির বিদ্রোহী প্রার্থী থাকায়, বিজয়ী হতে পারেননি, বর্তমানে তিনি, ইউনিয়নের প্রতিটি পাড়া মহল্লায় গিয়ে সাধারণ মানুষের সাথে দফায় দফায় গণসংযোগ করেছেন।সাধারণ মানুষের কাছে যাওয়ার জন্য, এলাকায় যুবসমাজকে মাদকের হাত থেকে বাঁচাতে, অনেক অবধান রেখেছেন তিনি, এ জন্য স্থানীয় জনগণ, মোহন মিয়া বাচ্চুকে সলুকাবাদ ইউনিয়নের কান্ডারি হিসেবে পছন্দের তালিকায় প্রথম স্থানে রেখেছেন।
সলুকাবাদ ইউনিয়নের উপনির্বাচনের বিষয়ে, মোহন মিয়া বাচ্চু, নির্বাচনী এলাকার মাঠে নেমেছেন।
এ প্রসঙ্গে মোহন মিয়া বলেন, আমি স্কুল জীবন থেকে মাদকের বিরুদ্ধে কথা বলে আসছি ভবিষ্যতেও আমি তার বিরুদ্ধে লড়াই করবো, এলাকার উন্নয়নে তিনি সদা জাগ্রত, এলাকা ঘুরে জানা গেছ, স্থানীয়রা বলেন মোহন মিয়া বাচ্চু একজন শিক্ষিত লোক, এবং সে সবসময় অন্যায়ের বিরুদ্ধে কথা বলে, আমরা তাকেই চেয়ারম্যান হিসেবে চাই, স্থানীয়রা আরও বলেন, উন্নয়ন কর্মকান্ডেও তাকেই প্রয়োজন, কারণ শিক্ষিত লোকেরা জানে কিভাবে উন্নয়ন করতে হবে, এবং উন্নয়ন বিষয় সবসময় সতর্ক থাকেন।