অমিত কর্মকার।। দোহাজারী কক্সবাজার রেলওয়ে প্রকল্প লট -১ এর অধীনে বিশ্ব এইডস দিবস উপলক্ষে দোহাজারীতে র্যালি ও বিশ্ব এইডস দিবস পালিত হয়।
‘‘সমতার বাংলাদেশ এইডস ও অতিমামী হবে শেষ’’ এই প্রতিপাদে বিষয়কে সামনে রেখে ১লা ডিসেম্বর বুধবার সকাল ০৯ টায় চন্দনাইশ উপজেলার দোহাজারী হতে রামু হয়ে কক্সবাজার পর্যন্ত সিংগেল লাইন তমা কনস্ট্রাকশন লিঃ সি.আর.ই.সি ও রুরাল ডেভেলপেমেন্ট কাউন্সিল (আর ডি.সি) এর উদ্যোগে বিশ্ব এইডস দিবস উপলক্ষে, চলমান কোভিড-১৯ করোনা ভাইরাস প্রতিরোধে স্বাস্থ্যবিধি মেনে দোহাজারী রেলওয়ে স্টেশনে এক র্যালি ও বিশ্ব এইডস দিবস পালিত হয়।
রুবাল ডেভেলপমেন্ট কাউন্সিলের এইচ.আই.ভি /এইডস প্রতিরোধ সম্পর্কে সচেতন করে। হেলথ এন্ড সেফটি ম্যানেজার মি. উইলিয়াম লিয়াও, মি. মমিনুল ইসলাম হেলথ সেফটি অফিসার (তমা গ্রুপ) রিসেটেলমেন্ট জেন্ডার স্পেশালিষ্ট, সিনিয়ার কনসালটেন্ট ব্রিজ ইঞ্জিনিয়ার মি.মিলন গৌসামি, মি. আনোয়ারুল জুনিয়র এনভায়রনমেন্টাল স্পেশালিস্ট, রিসেটেলমেন্ট এন্ড জেন্ডার স্পেশালিষ্ট মোঃ হাসিবুল হক, মি. সাইদুর রহমান এনভায়রনমেন্টাল স্পেশালিষ্ট (এনরেক), সেফটি সুপারভাইজার আকিব উদ্দিন,(আর ডি.সি) ই.ডি সেলিলা আকতার, (আর.ডি.সি)ফিল্ড অফিসার শাহাজান সিরাজ (আর ডি. সি) সুপারভাইজার নার্গিস আক্তার, সজিব সুপারভাইজার এইডস একটি মরণ ব্যাধি রোগ, এই ভাইরাস (এইচ.আই.ভি) মানুষের শরীরে প্রবেশ করে তার রোগ প্রতিরোধ ক্ষমতা নষ্ট করে দিতে পারে।
এতে স্পেসিয়ালিস্টরা বলেন যে, এইডস এর কোন চিকিৎসা নাই। কাজেই এই রোগের প্রতিরোধের উপায় হলো ধর্ম ও সামাজিক রীতিনিতি মেনে চলা যা এইচ.আই.ভি সংক্রমিত হবার সম্ভাবনা কমিয়ে দিবে।