বৃষ্টির দিন: জুয়েল রানা
ভাল্লাগেনা বাদল ধারা হিম নেমেছে তাই,
কাপছি বসে দ্রু-দ্রু রদ্রু কোথায় পাই?
প্রকৃতি আজ হতভম্ব,বিসরণ তার শাখা,
পাখি গুলো সব না খেয়ে রয় মেলতে পারেনা পাখা।
চারিদিকে সব সঁচারী ভাব দর্পিত পথঘাট,
যেদিক তাকায় আলস্য দেখি ধূ-ধূ করে মাঠ।
ঝিরিঝিরি আজ বাতাস বহে,বহে শীতল হাওয়া,
খুঁজে চলেছি দীপ্ত গগন যাইনা কোথাও পাওয়া।
আমাদেরবাংলাদেশ.কম/রাজু