মৌলভীবাজার।। রাজনগর উপজেলার চরকারপাড় (আব্দুল্লাহপুর) গ্রামে পবিত্র মাহে রমজানে অনুষ্ঠিত দারুল কিরাত কেন্দ্রের প্রধান ক্বারী আব্দুল আজিজ (৩০) কে পরিকল্পিতভাবে সন্ত্রাসী হামলায় রক্তাক্ত জখম করার অভিযোগ উঠেছে। মঙ্গলবার ৫ ফেব্রুয়ারি বাদ আছর মসজিদের সম্মুখে এ সন্ত্রাসী হামলার ঘটনাটি ঘটে। স্থানীয়রা জখম অবস্থায় আব্দুল আজিজ কে উদ্ধার করে মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট জেলা সদর হাসপাতালে প্রেরণ করেছে। সরেজমিনে কর্তব্যরত চিকিৎসক রক্তাক্ত জখম অবস্থায় চিকিৎসা সেবা প্রদান করতে দেখা যায়।
গুরুতর আহত আব্দুল আজিজ জানান, চরকারপাড় জামে মসজিদে বিশুদ্ধভাবে রমজান মাসে পবিত্র কোরআনের প্রশিক্ষণ হয়ে আসছে। এলাকার সকলের সিদ্ধান্তে এবারও দারুল কিরাতের শাখা আনা হয়েছে। কুরআন প্রশিক্ষণ বন্ধ রাখার জন্য ইতিমধ্যে স্হানীয় সুহেল আহমদ নানাভাবে আমাদের হুমকি দিয়ে আসছিল। এবিষয়ে তাকে নিয়ে এলাকাবাসী দিনতারিখ ঠিক করে বসলে সে আসেনি। আজ মঙ্গলবার আছরের সময় দারুল কিরাত কেন্দ্র মসজিদের সম্মুখে মৃত আশ্বদ মিয়ার ছেলে সুহেল আহমদ,তার আপন ভাই ময়নুদ্দিন ও মাশুক মিয়ার ছেলে দিলুসহ ৪/৫ জন আমাকে হত্যার উদ্দেশ্যে ধারালো অস্ত্রসহ অর্তকিত হামলা চালালে আমি আব্দুল আজিজ, লেবু মিয়া ও রুবেল মিয়া মারাত্মক ভাবে আহত হয়।
এলাকাবাসী জানান, মসজিদ কমিটির সম্মিলিত সিদ্ধান্তে বিগত কয়েক বছর ধরে রমজান মাসে এলাকায় বিশুদ্ধভাবে কুরআন প্রশিক্ষণ চলছে। করোনা মহামারীর কারণে গত দু’বছর হয়নি। দেশের পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকায় আমরা এলাকার মানুষেরা দারুল কিরাতের শাখা নিয়ে এসেছি। ক্বারী সাহেবগণ বিশুদ্ধভাবে অত্যন্ত নিষ্ঠার সহীত কুরআন প্রশিক্ষণ দিচ্ছেন। সুহেল আহমদ বিরোধীতা করলে আমরা তাকে নিয়ে বসার চেষ্টা করেছি বারংবার কিন্তু সে একবারও আসেনি। কিন্তু মসজিদের মতো পবিত্র জায়গায় অস্ত্রসহ অতর্কিত হামলায় আমরা আতংকিত। আমাদের সন্তানদের বিশুদ্ধভাবে কুরআন শিক্ষার পরিবেশ সৃষ্টি করে বিষয়টির আইনানুগ ব্যবস্থা নেয়ার দাবি জানান।
রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান, সন্তানরা শুদ্ধভাবে আল্লাহর কালাম শিখবে সেখানে হামলা কোনভাবে মেনে নেয়ার নয়, নিন্দনীয়। বিষয়টি অবগত হয়েছি, সুষ্ঠু তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।