আমাদেরবাংলাদেশ ডেস্ক।। ইতিমধ্যে একটি পরিবার গড়ে তুলেছেন ৬৪ জেলা সহ পৃথিবীর দেশে অবস্থিত বাংলাদেশি ভাই বোন ও বন্ধুদের নিয়ে নিজেকে উদ্যোক্তা হিসেবে সৃষ্টি করা নিজের আত্মকর্মসংস্থান সৃষ্টি করে পাশাপাশি আরোও মানুষের কর্মসংস্থান সৃষ্টি করা যায় সে জন্য বাংলাদেশে স্বপ্ন সিঁড়ি ৬৪ জেলায় উদ্যোক্তা সেতু বন্ধন পরিবারে নিয়োমিত প্রশিক্ষণ দিয়ে যাচ্ছেন। ৩৬৫ দিন এখানে প্রশিক্ষণ পরিচালিত হয়।
এ পরিবার বিশ্বাস করে দক্ষতা নিজের সম্পদ দক্ষ জনশক্তি দেশের সম্পদ। ডাঃ শফিকুল ইসলাম অপু মালোশিয়া তে থেকে ও তিনি করোনা মহামারী বিপথগামী পরিস্থিতিতে বাংলাদেশের নিজ উদ্যোগে অসহায় মানুষের পাশে ছিলেন।তারই ধারাবাহিকতায় সিলেটের বন্যাকবলিত এলাকার মানুষের পাশে এবার দাঁড়িয়ে আছেন ডাঃ শফিকুল ইসলাম অপু।
আমাদেরবাংলাদেশ ডটকমের এক সাক্ষাৎকারে অপু বলেন প্রবাসী ভাই ববন্ধুরা সহ এলাকার বিভিন্ন ধনী ব্যক্তিদের থাকার অনুরোধ জানিয়েছেন এবং সেই সাথে সকলের সহযোগিতার আবেদন করেছেন। এছাড়া তিনি দুঃখ করে বলেন আপনার ব্যাংকে অনেক টাকা আছে কিন্তু ব্যাংক বন্যায় ডুবে গেছে টাকা খরচ করবেন কিভাবে? অথবা আপনার হাতে পর্যাপ্ত পরিমাণ নগদ টাকাও আছে কিন্তু দোকান পাট সব বন্যায় ডুবে গেছে তাহলে এই টাকা পয়সা দিয়ে কি হবে যে টাকা মানুষের উপকারের আসেনা ?
এসময় তিনি আরোও বলেন চিন্তা করুন আপনার ঘরে চাল,ডাল সব আছে কিন্তু চুলা জ্বালানোর জায়গা নেই ধরুন আপনি বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে মোবাইল টা বন্ধ হয়ে আছে পরিবারের কারো সাথে কোন প্রকার যোগাযোগ করতে পারছেন না তাহলে বুঝুন সে সময় আপনার পরিস্থিতি টা কেমন হবে তাই এখন সময় এসেছে সকল ভেদাভেদ ভুলে সবার পাশে দাঁড়াতে হবে আসুন সবাই মিলে একসঙ্গে কাজ করি।
সিলেট,সুনামগঞ্জ ও পার্শ্ববর্তী এলাকার সকল ধনী, গরিব সবাই এক কাতারে চলে আসতে হবে। ইতিমধ্যে পুলিশ সদস্যসহ অনেক সংস্থার মানুষ সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন তাদেরকে জানাই আমার অন্তরের অন্তস্থল থেকে শুভেচ্ছা ও অভিনন্দন আমরা সবাই আল্লাহকে ডাকি ৫ ওয়াক্ত নামাজ পড়ি নামাজের মাধ্যমে দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া রক্ষা করার কেউ নেই আমাদের। এছাড়া স্বপ্ন সিঁড়ি ৬৪ জেলার উদ্যোক্তার সেতু বন্ধন সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে উদ্ধার কাজে ও সহযোগিতা করে সকলের দুয়ারে পৌছে দেয়ার জন্য।
স্বপ্ন সিঁড়ি ৬৪ জেলার উদ্যোক্তার সেতু বন্ধন পরিবারের পক্ষ থেকে বন্যা কবলিত এলাকাবাসীর পাশে দাঁড়ানোর জন্য উদ্যোগ গ্রহণ করা হয়েছে। আপনারা নিজ নিজ জায়গা থেকে অসহায় মানুষের পাশে দাঁনোর চেষ্টা করবেন। দেশ ও বিদেশে থেকে আমরা তিন জন এর বিকাশ ও ব্যাংক একাউন্ট ব্যবহার করছি
যোগাযোগ ১.হাজী মোঃ মশিয়ার রহমান Mudaraba Savings Ac No.20503880200476409 MD. Moshiar Rahman বিকাশ: 01776523256 (পারসোনাল) ২. Faruque Azam ভাইস চেয়ারম্যান, স্বপ্ন সিঁড়ি ৬৪ জেলার উদ্যোক্তার সেতু বন্ধন,মো: ফারুক আযম, একাউন্ট নাম্বার: 205012502 03071310, ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড, যশোর শাখা। বিকাশ একাউন্ট: 01750444170 (পার্সোনাল) 3. Kurci Akter মডারেটর,স্বপ্ন সিঁড়ি ৬৪ জেলার উদ্যোক্তার সেতু বন্ধন। বিকাশ 01788109516 (পার্সোনাল)।
সার্বিক সহযোগিতায় :
আমাদেরবাংলাদেশ.কমের উপ-সম্পাদক ডাঃ শফিকুল ইসলাম অপু Researcher Herbal Medicine and Herbal Beauty Products এডমিন, প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান: Sapno Shiree 64/ ৬৪ জেলার উদ্যোক্তার সেতু বন্ধন। চেয়ারম্যান: বাংলাদেশ কমিউনিটি ডেভেলপমেন্ট রিসার্চ । প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান: স্বপ্ন সিঁড়ি মেডিকেল এন্ড টেকনোলজি ইনস্টিটিউট। আমাদেরবাংলাদেশ.কমের উপ-সম্পাদক ফাউন্ডার: Sapno Sree Herbal Malaysia /@ AGENSI BINA JAYA holding SDN. BHD.
আমাদেরবাংলাদেশ.কম/ জাহাঙ্গীর আলম