আজিজুল ইসলাম সুনামগঞ্জ থেকে: সুনামগঞ্জ জেলার বিশ্বম্ভরপুর উপজেলাধীন রেনেসাঁস সামাজিক সংগঠন নিয়ে অসহায় মানুষের জন্য কাজ করে যাচ্ছে। সামাজিক সংগঠন মানুষকে সহনশীলতা শেখায়, একসঙ্গে কাজ করতে উদ্বুদ্ধ করে। এরই ধারাবাহিকতায় সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলায় একঝাঁক তরুণ প্রজন্মের লোককে নিয়ে রেনেসাঁস সোসাইল ওয়েলফেয়ার অর্গানাইজেশন নামে একটি সামাজিক সংগঠন গড়ে উঠে।
“রেনেসাঁস” একটি নাম, একটি স্বপ্ন। স্বপ্ন দেখে নিজেদের পরিবর্তন করে ঐক্যবদ্ধ হতে সেই সুন্দর পৃথিবীর জন্য। পাশাপাশি অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের জন্য দিতে চাই বেঁচে থাকার সুযোগ-সুবিধা। রেনেসাঁস দুর্বলকে শক্তি যোগাবে, দিশেহারাকে পথ দেখাবে, অন্ধকারে জ্বালাবে আলোর মশাল।
সমাজের সকল ধরনের অসহায় মানুষের জন্য একটি সুন্দর সমাজ ও সুন্দর পৃথিবী গঠনের দৃঢ় প্রত্যয় নিয়ে এগিয়ে যাচ্ছে- রেনেসাঁস সোসাইল ওয়েলফেয়ার অর্গানাইজেশন। “একতা – মানবতা – সেবা,এই তিন মূলনীতি নিয়ে রেনেসাঁসের শ্লোগান হল-মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য ।