বিনোদন ডেস্ক।। রাঘব চাড্ডা আর পরিণীতি চোপড়া অবশেষে সাত পাকে বাঁধা পড়লেন। এক নতুন সম্পর্কের পথে এই জুটি। এখন তাঁরা একসঙ্গে হয়ে উঠেছেন ‘রাঘনীতি’। সামাজিক যোগাযোগমাধ্যমে এটা লিখেই শুভেচ্ছা জানাচ্ছেন অনেকে।
গতকাল রোববার উদয়পুরের লেক প্যালেসে গাঁটছড়া বাঁধলেন আম আদমি পার্টির সংসদ সদস্য রাঘব চাড্ডা আর বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়া। বন্ধু, প্রেমিক থেকে এখন তাঁরা দম্পতি। ঐতিহাসিক শহর সাক্ষী হলো এক রাজকীয় বিয়ের। তবে ঘোড়া বা হাতিতে নয়, নৌকায় চেপে রাঘব এসেছিলেন কনের কাছে। বরযাত্রীদের নৌকাবিহারের বেশ কিছু ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
বর ও বরযাত্রীদের পাঞ্জাবি আর রাজস্থানি সংস্কৃতি অনুযায়ী স্বাগত জানানো হয়েছিল লীলা প্যালেসে। তখন সূর্য অস্তমিত,সূর্যকে সাক্ষী রেখে পাঞ্জাবি রীতি অনুযায়ী চিরবন্ধনে আবদ্ধ হয়েছেন রাঘব আর পরিণীতি। কনেরূপে পরিণীতি এদিন হয়ে উঠেছিলেন স্বপ্নের ‘পরি’। পোশাকের সঙ্গে মানানসই হিরের অলংকারে আরও ঝলমল করছিলেন এই বলিউড নায়িকা। বিয়ের অনুষ্ঠানের পর পুরো লীলা প্যালেসের আনাচকানাচ গুঞ্জরিত হয়েছিল ধড়কন ছবির গান ‘দুলহে কা সেহরা’।
আর পরিণীতির বিদায়বেলায় লীলা প্যালেসের অন্দর থেকে ভেসে আসছিল ‘অ্যায় কবিরা’গানটি। দুই দিন ধরে লীলা প্যালেস তথা পুরো উদয়পুর যেন কনের সাজে সেজে উঠেছিল। এই ঐতিহাসিক শহর রাঘব আর পরিণীতিকে স্বাগত জানাতে পুরোপুরি প্রস্তুত ছিল। শহরের চতুর্দিকে বিভিন্ন হোর্ডিংয়ে রাঘব আর পরিণীতির ছবি দিয়ে লেখা হয়েছে‘রাঘব ওয়েডস পরিণীতি’। দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল, পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান,সস্ত্রীক ক্রিকেটার হরভজন সিং,টেনিস খেলোয়াড় সানিয়া মির্জা, ফ্যাশন ডিজাইনার মনীশ মালহোত্রাসহ আরও অনেক তারকার সমাগম হয়েছিল তাঁদের বিয়ের আসরে। পরিণীতির বোন প্রিয়াঙ্কা চোপড়া বিয়েতে শামিল হতে পারেননি।
আমাদেরবাংলাদেশ ডটকম/শিরিন আলম