আশুলিয়া প্রতিনিধি।। আশুলিয়ায় ২০০ লিটার চোলাই মদসহ রজব আলী (২৪) নামের এক মাদক ব্যবসায়ী- কে আটক করেছে পুলিশ। গতকাল শনিবার রাত্র ৮ টার সময় আশুলিয়ার গাজীরচট এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এসময় তার কাছে থাকা ২০০ লিটার চোলাই মদ জব্দ করা হয়।
আটক রজব আলী টাংগাইল জেলার গোপালপুর থানার ভোলার পাড়া গ্রামের আব্দুস সাত্তারের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে আশুলিয়ার গাজীরচট মুন্সীপাড়া এলাকায় ভাড়া থেকে মাদক ব্যবসা করে আসছেন বলে জানা যায়।
পুলিশ জানায়,আটক রজব আলী মুলত চোলাই মদের খুচরা ব্যবসায়ী। তবে তিনি দুই শত লিটারের বেশি চোলাই মদ মজুদ রেখে খুচরা বিক্রি করতেন। আজ গোপন সংবাদের ভিত্তিতে রজব আলী-কে ১ লিটার মদসহ তার ভাড়া বাসার সামনে থেকে আটক করা হয়। পরে তার দেওয়া তথ্যমতে তার ভাড়াবাসায় অভিযান চালিয়ে আরও ২০০ লিটার মদ উদ্ধার করা হয়েছে।
উক্ত বিষয়ে আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মাসুদ আল মামুন এর কাছে জানতে চাইলে আমাদেরবাংলাদেশ ডটকম এর প্রতিবেদক-কে তিনি বলেন,আটক রজব আলীর বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করে আজ আদালতে পাঠানো হবে।
এবিডি.কম/শিরিন আলম