মোঃ আসাদুর রহমান,শার্শা (যশোর) প্রতিনিধিঃ
মঙ্গলবার সকাল সাড়ে ১১ টার সময় যশোরের শার্শায় উপজেলা মাধ্যমিক শিক্ষা দপ্তরের আয়োজনে উপজেলা অডিটোরিয়ামে শিক্ষার মানোন্নয়নে স্কুল,মাদ্রাসা ও কলেজে প্রতিষ্ঠান প্রধান ও পরিচালনা পরিষদের সদস্যদের নিয়ে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকতা পুলক কুমার মন্ডলের সভাপতিত্বে মত বিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন ৮৫ যশোর-১ শার্শা মাননীয় জাতীয় সংসদ সদস্য শিল্পপতি আলহাজ¦ শেখ আফিল উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ¦ সিরাজুল হক মঞ্জু। অন্যন্যাদের মধ্যে বক্তব্য রাখেন সরকারি বীরশ্রেষ্ট ্র নুর মোহাম্মদ কলেজের অধ্যক্ষ আমিনুল ইসলাম, নাভারন ডিগ্রী কলেজের অধ্যক্ষ ইব্রাহিম খলিল, নাভারন ফজিলাতুন্নেছা মহিলা কলেজের(ভারপ্রাপ্ত) অধ্যক্ষ লায়লা আফরোজ বানু, শার্শা উপজেলা কলেজের অধ্যক্ষ হাসানুজ্জামান প্রমুখ । মতবিনিময় সভায় উপজেলার ১০টি কলেজের প্রধান ও পরিচালনা পরিষদের সদস্যরা অংশ গ্রহন করেন