আরিফ মন্ডল বিশেষ প্রতিনিধি : ধামরাই প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন-২০১৯ সম্পন্ন হয়েছে। এতে সভাপতি পদে দৈনিক কালের কণ্ঠের ধামরাই প্রতিনিধি আবু হাসান ও দৈনিক ইনকিলাব পত্রিকার ধামরাই প্রতিনিধি সাধারন সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন আনিসুর রহমান স্বপন।
শনিবার সকাল থেকেই উৎসব মুখর পরিবেশে ধামরাইয় প্রেসক্লাবের সদস্য সংবাদকর্মীগন তাদের ভোটাধিকরা প্রয়োগ করতে থাকে।
সকাল ১০টা থেকে ভোট গ্রহন শুরু হয়ে দুপুর ২টায় ভোট গ্রহন সম্পন্ন হয়েছে। এতে মোট জন ভোটারের মধ্যে ২০ জন ভোটার তাদের ভাটাধিকার প্রয়োগ করেন। কার্যনির্বাহী কমিটির ৯টি দের মধ্যে ৭টি পদে কোন নির্বাচন হয়নি। কেবলমাত্র সভাপতি ও সাধারন সম্পাদক পদেই নির্বাচন অনুষ্ঠিত হয়েছ।
সভাপতি পদে ১৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন আবু হাসান তার নিকটতম ছিলেন মোহনা টেলিভিশনের ধামরাই প্রতিনিধি কাউসার আহম্মেদ। সাধারন সম্পাদক পদে ১২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন আনিসুর রহমান স্বপন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মাসুদুর রহমান বাবুল পেয়েছেন ৮ ভোট।