নিজস্ব প্রতিবেদক ।। আশুলিয়া থানা এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন মামলায় ৬ জন-কে আটক করেছে পুলিশ।
বুধবার ( ৯ অক্টোবর) দুপুরে বিষয়টি বিষায়-টি নিশ্চিত করেছেন আশুলিয়া থানার পুলিশ পরিদর্শক কামাল হোসেন।
আটকৃত আসামিরা হলেন: (১) মোঃ আবুল বাশার,পিতা-মোঃ আব্দুল বারেক,গ্রাম জিরাবো ডাক্তার বাড়ী,থানা আশুলিয়া জেলা ঢাকা। (২) তানজিলা,পিতা-মোঃ আবেদ হোসেন,গ্রাম-হাজী মাতবরের বাড়ী ভাদাইল গনক বাড়ী, থানা-আশুলিয়া জেলা-ঢাকা। (৩) বিল্লাল হোসেন অভি (৩৫),পিতা-মোঃ দুলাল হোসেন,গ্রাম-কাইচাবাড়ী ,থানা আশুলিয়া, জেলা-ঢাকা। (৪) হাজী নজরুল ইসলাম মৃধা (৬০), পিতা-মৃত বুদ্ধ মৃধা মাতা ফজিলাতুন্নেছা,সাং পূর্ব বাইপাইল আমবাগান,থানা-আশুলিয়া,জেলা-ঢাকা।
(৫) গোলাম তানভীর (৩৫), পিতা-গোলাম রহমান, গ্রাম-চর মীরকামারী,থান্য ইশ্বরদি,জেলা-পাবনা, বর্তমান ঠিকানা জামগড়া শরীফ চৌধুরীর বাড়ীর ভাড়াটিয়া,থানা-আশুলিয়া ,জেলা-ঢাকা। (৬) মোঃ কাশেম ও তৌহিদ (২৭) পিতা আসলাম হোসেন,গ্রাম আরিফপুর,থানা-কোতয়ালী, জেলা-যশোর, বর্তমান ঠিকানা জিরাবো হোজী মাসুদ সাহেব এর বাড়ীর ভাড়াটিয়া),থানা-আশুলিয়া,জেলা- ঢাকা।
এছাড়া আশুলিয়া থানার এস আই প্রবীর এর কাছে জানতে চাইলে তিনি বলেন ওসি স্যারের নেতৃত্বে এস আই শেখ ভট্টাচার্য ও মাসুদ আল মামুন এর একটি চৌকষ টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গতকাল মঙ্গলবার দিবাগত রাত্রে আশুলিয়ার থানার বিভিন্ন এলাকা থেকে তাদের-কে আটক করেছে।
উক্ত বিষয়ে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক এর কাছে জানতে চাইলে আমাদেরবাংলাদেশ ডটকম-কে তিনি বলেন,আটককৃত আসামীদের বিরুদ্ধে থানায় বিভিন্ন মামলা রয়েছে সেই মামলায় তাদের-কে আদালতে পাঠানো হয়েছে।
এবিডি.কম/শিরিন আলম