নিজস্ব প্রতিবেদক ।। আশুলিয়ায় বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে নির্বিচারে গুলি করে হত্যার ঘটনায় থানার বাইপাইল বুড়ির বাজার এলাকায় অভিযান চালিয়ে হত্যা মামলার আসামী রাজু-কে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (৮ ফেব্রুয়ারি) রাত ৯টার সময় আশুলিয়া থানায় এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেছেন ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) মো: শাহিনুর কবির।
এসময় তিনি বলেন,নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ এর ঢাকা জেলার উত্তরের উপ-শিক্ষা ও পাঠচক্র বিষয়ক সম্পাদক ও আশুলিয়া থানা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আসামী রাজু বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় প্রত্যক্ষভাবে একাধিক হত্যার ঘটনায় নেতৃত্ব দিয়াছে। তার বিষয়ে পর্যালোচনা করে একাধিক ভিডিও ফুটেজে দেখা যাচ্ছে কোথাও হেলমেট পরিহিত দেশীয় অস্ত্রসহ, কোথাও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র জনতার উপর আগ্নেয়াস্ত্র দ্বারা আক্রমনের ফুটেজ পাওয়া গেছে। এছাড়া আজ বিকাল ৪টা ১৫ মিনিটের সময় গোপন সংবাদের ভিত্তিতে আশুলিয়া থানার বাইপাইল বুড়ির বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়।
গ্রেফতারকৃত আসামিরা হলো মোঃ রাজু আহম্মেদ (২৫),পিতা-মোঃ চাঁন মিয়া,গ্রাম ভাদাইল,থানা-আশুলিয়া,জেলা-ঢাকা।সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম সিদ্দিকী,ওসি তদন্ত কামাল হোসেনসহ প্রমুখ।
এবিডি.কম/শিরিন আলম