জবি প্রতিনিধি: আখেরি চাহার সোম্বা ও কালীপূজা উপলক্ষে ২ দিনের ছুটিতে যাচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) । আগামী ২৩ অক্টোবর (বুধবার) ও ২৭ অক্টোবর (রবিবার) বন্ধ থাকছে বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাস-পরীক্ষা ও প্রশাসনিক কাজ।সোমবার (২১ অক্টোবর) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার দপ্তর থেকে
প্রেরিত রেজিস্টার প্রকৌশলী মো: ওহিদুজ্জামান স্বাক্ষরিত এক ছুটির নোটিশে এ তথ্য নিশ্চিত করা হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, পবিত্র আখেরি চাহার সোম্বা ও সনাতন ধর্মাবলম্বীদের কালীপূজা/শ্যামাপূজা উপলক্ষে উক্ত দু’দিন বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাস, বিভাগ ও প্রশাসনিক দপ্তরসমূহ বন্ধ থাকবে।