মোঃ আল-আমিন, ঝালকাঠিঃ ঝালকাঠিতে যুব সমাজের উদ্ধেগে “সোনার বাংলা ব্লাড ব্যাংক” নামে একটি স্বেছাসেবী সংগঠন প্ররিচালিত হয়েছে। তরুণ প্রজন্মকে স্বদেশপ্রেম তথা মানব সেবাই উৎসাহিত করার লক্ষ্যে প্রতিনিয়ত অসহায় গরীব মানুষের মাঝে স্বেছায় রক্তদান করে আসছে।
ঝালকাঠি সদর উপজেলার বিভিন্ন স্কুল-কলেজ বাজার সহ যেখানেই লোকজনের আনাগোনা রয়েছে সেখানেই বিনামূল্যে রক্তের গ্রæপ নির্ণয় করতেছে নিজ খরচে। দেখা যায় বেশ কয়কটি স্কুলে “সোনারবাংলা বøাড ব্যাংক” বিনামূল্যে রক্তের গ্রæপ নির্ণয় সাংস্কৃতিক অনুষ্ঠান ছাত্র-ছাত্রীদের মাঝে শিক্ষা উপকরণ দিয়েছে এবং বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে।
গত ১৫ ই মে ২০১৮ ইং তারিখে ঝালকাঠিতে এ সংগঠনটি মামুন খাঁন এর প্রচেষ্টায় প্রতিষ্ঠিত হয়েছে সংগঠনটি। বছর যেতে না যেতেই ঝালকাঠি জেলায় বেশ পরিচিতি লাভ করেছে রক্তদানের মাধ্যমে। সরকারি অনুষ্ঠানেও তাদেরকে রক্তের গ্রæপ নির্ণয় কাজে দেখা গেছে ১৬ ই ডিসেম্বর এবং কবি জীবনানন্দ দাশের মেলায় “সোনার বাংলা বøাড ব্যাংক” এর সদস্যরা সততার সাথে কাজ করেছে। ভিবিন্ন সময়ে ভিবিন্ন জায়গাতে বাল্ল বিভাহ, মাদক নিধয়েনের লক্ষে নানা কর্মসুচিতে প্রতিষ্ঠাতা মানুন খাঁনকে নানা ভাবে হুমকি দামকি এমনকি হামলা-মামলার শিকার হতে হয়েছে। এর পরেও থেমেনেই মামুন খাঁনের সংগঠনটি। প্রায় দুই বছর দরেই চালিয়া আসছে মানব সেবার কাজে নিয়জিত সোনার বাংলা বøাড ব্যাংক সংগঠনটি।
শুধুু ঝালকাঠিতেই নয় রক্তের চাহিদা মিটিয়ে রাজাপুর, নলছিটি এমনকি বরিশালেও মাঝে মাঝে বিনামূল্যে রক্ত দিয়ে থাকে ঝালকাঠি সোনার বাংলা ব্লাড ব্যাংকের সদস্য বৃন্দুরা। মাদক সন্ত্রাস চাঁদাবাজ ধর্ষণ নারী ও শিশু নির্যাতন এবং বাল্যবিবাহ বন্ধের লক্ষ্যে সচেতনতামূলক ক্যাম্পিং করে যুবসমাজকে সকল প্রকার অন্যায় থেকে বিরত রাখার সচেষ্টা করে আসছে সংগঠনটি। সোনার বাংলা ব্লাড ব্যাংক এর স্থায়ী কোনো অফিস না থাকার পরও সকল সদস্যরা উৎসাহিত হয়ে মিলেমিশে মানব সেবায় কাজ করে আসছে। সংগঠনিটি জেলায় একটি অফিস নিয়ে কাজ করতে পারলে সংগঠনটি আরো বেশি মানব সেবা দিতে সক্ষম হতো। জেলা প্রসাশক, জেলা পরিশধ, উপজেলে সহ সকলের সহযুগীতা পেলে সংগঠানটি সার্ভিক কাজে নিয়োজিত থাকতে পারবে বলে তারা মনে করেন।