মোঃ আল-আমিন, ঝালকাঠিঃঝালকাঠির নলছিটিতে মাধ্যমিক স্তরের শিক্ষাপ্রতিষ্ঠান গুলোতে সেকেন্ডারি এডুকেশন সেক্টর ইনভেস্টমেন্ট প্রোগ্রামের (সেইপ) আওতায় ৫৭টি শিক্ষা প্রতিষ্ঠানে (স্কুল ও মাদ্রাসা) এর মধ্যে বৈজ্ঞানিক সরঞ্জামাদি বিতরণ করা হয়েছে। রবিবার (২৭ অক্টোবর) সকালে পৌরসভা মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে বৈজ্ঞানিক সরঞ্জাম শিক্ষাপ্রতিষ্ঠান গুলোতে বিতরণ করা হয়। এ সময় সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিনিধিদের হাতে সরঞ্জাম তুলে দেয় ঝালকাঠি-২ আসনের সংসদ সদস্য,
শিল্পমন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও সাবেক সফল শিল্প ও খাদ্যমন্ত্রী আমির হোসেন আমু। জেলা আওয়ামীলীগের সহ সভাপতি ও নলছিটি উপজেলা পরিষদ চেয়ারম্যান মোহম্মদ সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান সরদার মোহম্মদ শাহ আলম, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এডভোকেট খান সাইফুল্লাহ পনির,
সদর উপজেলার চেয়ারম্যান খান আরিফুর রহমান, নলছিটি পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. তছলিম উদ্দিন চৌধুরী, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুম্পা সিকদার, উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি খন্দকার মুজিবুর রহমান প্রমুখ। এছাড়া আওয়ামীলীগের অঙ্গ সংগঠনের নেতাকর্মী, উন্নয়ন সংস্থার প্রতিনিধি, সুধীজন, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের মানুষ উপস্থিত ছিলেন।