কুড়িগ্রাম প্রতিনিধি: ভুরুঙ্গামারীতে দীর্ঘ অপেক্ষা ও বিধি মোতাবেক যোগ্যতার ভিত্তিতে এফ এ টেকনিক্যাল এন্ড আইটি ইন্সটিটিউট এবং এফ এ মহিলা টেকনিক্যাল এন্ড আইটি ইন্সটিটিউট এমপিওভূক্তি হয়েছে।সরেজমিনে গিয়ে জানা গেছে, ভুরুঙ্গামারী উপজেলার নিভৃতে পল্লীর জনবহুল জনপদের ভুরুঙ্গামারী সদর ইউনিয়নের দেওয়ানেরখামার গ্রামে এফ এ টেকনিক্যাল এন্ড আইটি ইন্সটিটিউট ও ভুরুঙ্গামারী সদরে এফ এ মহিলা টেকনিক্যাল এন্ড আইটি ইন্সটিটিউট দুটি প্রতিষ্ঠার পর থেকে প্রতিষ্ঠানে কর্মরত অধ্যক্ষ, শিক্ষক, প্রভাষক বেতন না পেয়েও স্বেচ্ছাশ্রমে শিক্ষার্থীদের অক্লান্ত পরিশ্রমে নিয়মিতভাবে পাঠদান করে শিক্ষার আলো ছড়িয়ে দিয়ে আসাতে প্রতিবছর ফলাফল সন্তোষজনক।
এতে ইন্সটিটিউটর দুটির শিক্ষার্থীদের শিক্ষার গুণগত মান উন্নয়ন করায় উপজেলায় ব্যাপক সু-নাম অর্জন করতে সক্ষম হয়েছেন। এরই পেক্ষিতে দীর্ঘ অপেক্ষার পর বিধি মোতাবেক যোগ্যতার ভিত্তিতে এফ এ টেকনিক্যাল এন্ড আইটি ইন্সটিটিউট এবং এফ এ মহিলা টেকনিক্যাল এন্ড আইটি ইন্সটিটিউট সদ্য ঘোষিত এমপিওভুক্তির হয়েছে। এমপিওভুক্তির সংবাদে এ দুটি শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষ প্রভাষক শিক্ষক-কর্মচারীদের মাঝে আনন্দের বন্যা বইছে।ভুরুঙ্গামারীর দিয়াডাঙ্গা টেকনিক্যাল আইডিয়াল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ শিক্ষানুরাগী ফেরদৌসুল আরেফীন অবহেলিত ভুরুঙ্গামারী উপজেলার খেটে খাওয়া মানুষের ছেলে মেয়েদের নিজ এলাকার প্রতিষ্ঠানে কারিগরি শিক্ষা গ্রহণ করে স্বপ্নের ঠিকানায় পৌছাতে পারবেন ভেবে তিনি নিজের অর্থ ব্যয় করে প্রতিষ্ঠান দুটির প্রতিষ্ঠা করেছেন। এ বি এম কলেজ দুটির কর্মরতরা নিরলস পরিশ্রমে শিক্ষার্থীদের শিক্ষার গুণগত মান উন্নয়ন করায় ব্যাপক সু-নাম অর্জন করতে আজ সক্ষম।
ভুরুঙ্গামারী উপজেলার ও সদর ইউনিয়নের দেওয়ানেরখামার গ্রামে নিভৃতে পল্লীর জনবহুল জনপদে অবস্থিত এফ এ টেকনিক্যাল এন্ড আইটি ইন্সটিটিউট অত্র এলাকার পরিশ্রমী মানুষের সন্তানদের স্বপ্ন পুরণে ও শিক্ষা উন্নয়নে তাদের মাঝে অনারত ছড়াচ্ছে ব্যতিক্রমী শিক্ষার আলো। ২০০৯খ্রিঃ কলেজটি প্রতিষ্ঠা হয়ে সু-নামের সাথে চলছে। ম্যানেজিং কমিটির সভাপতি গোলাম কিবরিয়া। অধ্যক্ষ আল মামুন ও প্রভাষক শিক্ষক কর্মচারীসহ স্টাফ ১২জন ও শিক্ষার্থী ৪৫০জন কে নিয়মিতভাবে পাঠদান করে শিক্ষার আলো ছড়িয়ে দিয়ে আসছেন।
ভুরুঙ্গামারী উপজেলা ও ইউনিয়ন সদরে নিভৃত পল্লীতে অবস্থিত এফ এ মহিলা টেকনিক্যাল এন্ড আইটি ইন্সটিটিউট সাধারণ মানুষের সন্তানদের স্বপ্ন পুরণে ও শিক্ষা উন্নয়নে তাদের মাঝে অনারত ছড়াচ্ছে ব্যতিক্রমী শিক্ষার আলো। ২০১০খ্রিঃ কলেজটি প্রতিষ্ঠা হয়ে সু-নামের সাথে চলছে। ম্যানেজিং কমিটির সভাপতি গোলাম কিবরিয়া। অধ্যক্ষ মোদ্দাসেরুল ইসলাম ও প্রভাষক শিক্ষক কর্মচারীসহ স্টাফ ১০জন ও শিক্ষার্থী ১৯০ জন কে নিয়মিতভাবে পাঠদান করে শিক্ষার আলো ছড়িয়ে দিয়ে আসছেন।
এফ এ টেকনিক্যাল এন্ড আইটি ইন্সটিটিউট অধ্যক্ষ আল মামুন বলেন, দীর্ঘদিন ধরে এমপিওবিহীন ছিলাম। সরকার এমপিও দেয়ায় আমিসহ আমার প্রতিষ্ঠানের সকল শিক্ষক আনন্দিত। এ জন্য মাননীয় প্রধানমন্ত্রী, শিক্ষামন্ত্রীসহ সংশ্লিষ্টদের কৃতজ্ঞতা জানাই। এফ এ মহিলা টেকনিক্যাল এন্ড আইটি ইন্সটিটিউট অধ্যক্ষ মোদ্দাসেরুল ইসলাম বলেন, আমাদের প্রতিষ্ঠান এমপিও ভুক্ত হওয়ায় আমরা আনন্দিত । জাতির জনক বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন ও কৃতজ্ঞতা জানাচ্ছি।