অনলাইন ডেস্ক:
গেল সপ্তাহ’র তুলনায় রাজধানীর বাজারে স্থির রয়েছে চাল, তেল, ডিমসহ বেশিরভাগ পণ্যের দাম। এদিকে দাম কমেছে শীতকালীন সব্জির, আর দাম বেড়েছে খাসী ও মুরগির মাংসের।
শুক্রবার ছুটির দিনে বেঁচা-কেনা বেশি হয় রাজধানীর কাঁচাবাজারগুলোতে। এতে ধারণা পাওয়া যায় পণ্যমূল্যের হ্রাস-বৃদ্ধির। এ সপ্তা’য় না কমলেও, স্থির হয়েছে বাড়তে থাকা কয়েক’টি পণ্যের দাম। বিশেষ করে নির্বাচনের পর হুহু করে বাড়তে থাকা চালের দাম প্রায় এক সপ্তা’য় আর বাড়েনি। মুদি দোকানের অন্য পণ্যের দামও রয়েছে স্থির।
গরু মাংস স্থির থাকলেও আগের তুলনায় দাম বেড়েছে খাসী ও মুরগি মাংসের। তবে কিছু ক্রেতার চোখে দামের হেরফের নেই তেমন একটা।
দাম কমে যাওয়ার তালিকায় উল্লেখযোগ্য হচ্ছে শাক-সব্জি। শীত বিদায়ের সঙ্গে সঙ্গে দাম কমেছে শীতকালীন সব্জির। এদিকে রাজধানীর বাজার গুলোতেও হেরফের হচ্ছে সব্জি’র দাম। খাল-বিল বা উম্মুক্ত জলাশয়ের দেশি প্রজাতির বিভিন্ন মাছ পাওয়া যাচ্ছে রাজধানী’র বাজারগুলোতে। এর পাশাপাশি জাতীয় মাছ ইলিশ-সহ চাষের মাছ রয়েছে বেশ। আর দামও রয়েছে স্থির।