অনলাইন ডেস্ক:
রাজবাড়ীতে সড়ক দুর্ঘটনায় দুই যুবক নিহত হয়েছে। রোববার রাত ১১ টার দিকে কুষ্টিয়া-দৌলতদিয়া মহাসড়কের রাজবাড়ী শ্রীপুর বাজারের পাশে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- রাজবাড়ী পৌর এলাকার ধুঞ্চী গ্রামের হৃদয় শেখ (২৫) ও একই এলাকার শান্ত (২৩)।
জানা যায়, হৃদয় ও শান্ত শ্রীপুর পলাশ ফিলিং স্টেশন থেকে মোটর সাইকেলে তেল নিয়ে মহাড়কে উঠে। এসময় রাজবাড়ী থেকে যাওয়া একটি ট্রাক তাদের চাপা দেয়।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দুজনকে উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করে।
এ ঘটনায় ট্রাকের চালক ও সহকারি পলাতক রয়েছে।