আশুলিয়া প্রতিনিধিঃ
আশুলিয়ায় একটি গ্যাসের গুডাউনে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এতে পুড়ে গেছে ৩টি দোকান সহ ৪টি টিনসেটের তৈরি কক্ষ। বুধবার বিকাল ৫.২০ মিনিটে আশুলিয়া থানার সামনে ছারছিনা ইন্টারপ্রাইজ নামের একটি গ্যাস সিলিন্ডারের গোডাউনে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। প্রতক্ষ্যদর্শী ও ফায়ার সার্ভিস জানায়, নবীনগর – চন্দ্রা মহা সড়কের পাশে আশুলিয়া থানা এলাকায় একটি গ্যাস সিলিন্ডারের গোডাউন থেকে আগুনের সূত্রপাত হয়। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট এক ঘন্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রনে আনে। তবে হতাহতের কোন খবর পাওয়া যায়নি। এ ব্যাপারে ডিইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা আব্দুল হামিদ বলেন, আমরা খবর পেয়ে ততক্ষণিক ঘটনা স্থলে গিয়ে প্রায় একঘন্টা চেষ্টা করে আগুন নিভিয়ে ফেলতে সক্ষম হই। এ আগুনে গোডাউনসহ ৪টি দোকান ও প্রায় ৩ টি কক্ষ পুড়ে যায়। প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে আগুনের সূত্রপাত। আরও ক্ষয়ক্ষতির বিষয়ে তদন্ত সাপেক্ষ বলা যাবে বলে জানিয়েছেন এই কর্মকর্তা