ফেঞ্চুগঞ্জ প্রতিনিধিঃ-সিলেটের ফেঞ্চুগঞ্জে ফাঁদ পেতে মেছো বাঘ আটক করা হয়েছে। শনিবার (২ নভেম্বর) রাতে ফেঞ্চুগঞ্জ উপজেলার মহিদপুর গ্রামে খাঁচার ফাঁদ পেতে ওই বাঘকে ধরা হয়। ফাঁদ পেতে মেছো বাঘ আটককারী চুনু মিয়া জানান, গত কয়েকমাস ধরে এই বাঘ তাঁর পালিত হাঁসের ঘরে ঢুকে হাঁস খেয়ে যায়। বাঘের থাবা থেকে বাঁচতে এই ফাঁদ দিয়ে বাঘ আটক করা হয়।
এদিকে, মেছো বাঘটি ধরার খবর শুনে এলাকার উৎসুক মানুষের ভিড় জমে। মেছো বাঘটি ফেঞ্চুগঞ্জ বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে।