মালয়েশিয়ায় নবনিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মোঃ শামীম আহসানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন মালয়েশিয়া প্রবাসী বাংলাদেশি সাংবাদিকবৃন্দ ।
শুক্রবার (৩ নভেম্বর) বিকালে মালয়েশিয়ায় বাংলাদেশের সাংবাদিকরা হাইকমিশনার-কে ফুলেল শুভেচ্ছা জানান।
সাক্ষাৎকালে সাংবাদিকদের উদ্দেশ্যে হাইকমিশনার বলেন,মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের অগ্রযাত্রার চিত্র তুলে ধরতে এবং বস্তুনিষ্ঠ সংবাদ প্রচারের মাধ্যমে দেশের ভাবমূর্তি সমুজ্জ্বল রাখতে প্রতি আহবান জানান।